ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গণধর্ষণ ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৫, ৯ ডিসেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গণধর্ষণ ॥ স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ ডিসেম্বর ॥ কমলনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীর চুল কেটে নির্যাতন ও বন্ধুদের নিয়ে গণধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে। গত ১৭ নবেম্বর সন্ধ্যায় কমলনগরের তোরাবগঞ্জ এলাকা থেকে তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবুল কালাম তার আরও দুই বন্ধু মিলে অপহরণ করে রাতভর গণধর্ষণ করে। ভোরে তারা ওই নারীকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরদিন ১৮ নবেম্বর দুপুরে ওই নারীর মা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিত নারী কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে। স্বজনরা অভিযোগ করেন, ১০ বছর আগে আবুল কালামের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে একাধিকবার নানা অজুহাতে যৌতুক নেন কালাম। এরপর আরও যৌতুকের দাবি করতে থাকেন তিনি। গত বছর ৫০ হাজার টাকার যৌতুকের জন্য চাপ দেন তিনি।
×