ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাগরে জেলেবহরে ডাকাতি, ৯ মাঝিকে অপহরণ

প্রকাশিত: ০৪:৩৩, ৯ ডিসেম্বর ২০১৭

সাগরে জেলেবহরে ডাকাতি, ৯ মাঝিকে অপহরণ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালী জেলার সর্বশেষ দক্ষিণ সীমান্ত গভীর বঙ্গোপসাগরে জেলেবহরে গণডাকাতির ঘটনা ঘটেছে। জলদস্যুরা জেলেবহরের ৯ মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে। এছাড়া, ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও কোস্টগার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ডাকাতির শিকার জেলেরা জানিয়েছেন, রাঙ্গাবালী উপজেলার সোনারচর থেকে অন্তত ৫০ মাইল দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে ঘটনার সময় ১০/১২ টি নৌকার জেলেরা মাছ শিকার করছিল। এ সময় আকস্মিকভাবে জলদস্যুরা মাছধরা রত জেলে নৌকাগুলোতে হামলা চালায়। জলদস্যুরা জেলে নৌকাগুলো থেকে অর্থ, মাছ, মাছধরার জাল, মূল্যবান মালামালসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে। জলদস্যুরা জেলেদের ব্যাপক মারধরও করে। জলদস্যুরা ৯টি জেলে নৌকা থেকে ৯ জন মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত মাঝিরা হচ্ছে- ফারুক, শানু, সাইফুল হোসেন, শাহিন, লিটন, হাবি হাওলাদার, মামুন, রবিউল ও সাইফুল। বেশিরভাগ অপহৃত জেলের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি এলাকায়। জলদস্যুতার শিকার জেলে নৌকাগুলোর কয়েকটি শুক্রবার দুপুরে রাঙ্গাবালীর চরমোন্তাজ ফিরে আসে।
×