ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১-৪ থেকে ৫-৫!

প্রকাশিত: ০৪:২৬, ৯ ডিসেম্বর ২০১৭

১-৪ থেকে ৫-৫!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলে এখন চলছে মেসি-রোনাল্ডোর রাজত্ব! অন্তত ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্যালন ডি’অর কিন্তু সেই কথাটাই বলছে। গত এক দশক ধরেই এই ট্রফিটাকে ভাগাভাগি করে নিচ্ছেন রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার দুই তারকা। তবে শুরুটা করেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। ২০০৮ সালে প্রথমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। সি আর সেভেন তখন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করছিলেন। সেই লড়াইয়ে লিওনেল মেসিই ছিলেন তার বড় প্রতিপক্ষ। সেবার তৃতীয় হয়েছিলেন লিভারপুলের স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো টোরেস। এরপরই শুরু হয় মেসির রাজত্ব। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার এই পুরস্কার নিজের শোকেসে তোলেন এলএম টেন। সেই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অবিস্মরণীয় এই কীর্তি গড়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ২০১৩-১৪ সালে আবারও পাদপ্রদীপের আলোয় সি আর সেভেন। এবার টানা দুইবার ব্যালন ডি’অর জেতেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে। কিন্তু পরের বছর আবারও এই ট্রফি পুনরুদ্ধার করেন মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পঞ্চম ব্যালন ডি’অর জয়ের স্বাদ পান আধুনিক ফুটবলের ক্ষুদে জাদুকর। কিন্তু ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ দ্বৈরথ যে মেসি-রোনাল্ডোর, সেটাই যেন বারবার প্রমাণ করছে ফ্রান্স ফুটবল সাময়িকীর এই পুরস্কার। সর্বশেষ টানা দুইবার ব্যালন ডি’অর জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ভাগ বসালেন লিওনেল মেসির রেকর্ডে! দুই তারকার শোকেসেই এখন সমান পাঁচটি করে ব্যালন ডি’অর। ফিফা ব্যালন ডি’অর রোনাল্ডো প্রথম জিতলেও পরবর্তীতে টানা চারবার এই পুরস্কার নিজের শোকেসে তুলে মেসি এগিয়ে গিয়েছিলেন ৪-১ ব্যবধানে। কিন্তু সেখান থেকেই রোনাল্ডো ঘুরে দাঁড়ান দারুণভাবে। কেউ কেউ আবার এটাকে ইতিহাসের সেরা কামব্যাক হিসেবেই অভিহিত করছেন। আগেই রেকর্ড পাঁচবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার চিরপ্রতিদ্বন্দ্বীর রেকর্ডে ভাগ বসালেন রোনাল্ডো। তবে রোনাল্ডো কিন্তু এখনই থামছেন না, সেটা বলে দিয়েছেন আরও আগেই! হ্যাঁ, সি আর সেভেন এই সংখ্যাটাকে নিয়ে যেতে চান রেকর্ড সাতে! আগামী ফেব্রুয়ারিতেই তেত্রিশে পা রাখতে যাওয়া রোনাল্ডো কী পারবেন? অন্তত চলতি মৌসুমে তার লা লিগার পারফর্মেন্স কিন্তু সেই কথা বলছে না। কেননা, মৌসুমের প্রায় অর্ধেকটা সময় খেলে ফেললেও রোনাল্ডো যে গোল পেয়েছেন মাত্র দু’টি। যদিওবা চ্যাম্পিয়ন্স লীগে উড়ছেন তিনি ঠিকই। রোনাল্ডোর মতো লিওনেল মেসির পায়েও যেন নেই আগের সেই ধার!
×