ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়েঙ্গারের ৭০০তম জয়ে আর্সেনালের গোলৎসব

প্রকাশিত: ০৪:২৬, ৯ ডিসেম্বর ২০১৭

ওয়েঙ্গারের ৭০০তম জয়ে আর্সেনালের গোলৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল আর্সেনালের। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লীগ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে গানার্সরা। সেখানে গোলৎসব করে শেষ ৩২-এ মাঠে নামার আগে আরও তরতাজা হয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলারুশের ক্লাব বাটে বরিসভকে। এই জয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে খেলবে ইংলিশ জায়ান্টরা। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যাওয়া স্কোয়ার্ডের ১১টি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্সেনাল। তবে কোচ আর্সেন ওয়েঙ্গারের দ্বিতীয় সারির দলটি দারুণ এক খেলা উপহার দিয়েছে। তারা ফরাসী কোচকে আর্সেনালের হয়ে এনে দিয়েছেন ৭০০তম জয়। নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটে ইনজুরি থেকে ফেরা ম্যাথিউ ডেবুচি গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। ১০৮২ দিনের মধ্যে এটি তার প্রথম গোল। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিও ওয়ালকট। গোল খরা মিটিয়ে বিরতির বাঁশি বাজার দুই মিনিট আগে গোল করে গানার্সদের ৩-০ গোলের ব্যবধানে পৌঁছে দেন জ্যাক উইলশেয়ার। বিররিত পর ম্যাচের ৫১ মিনিটে ড্যানিস পলিয়াকভের আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আর্সেনালের হয়ে ৬৪ ও ৭৪ মিনিটে আরও দুটি গোল করেন যথাক্রমে অলিভার জিরুড ও মোহাম্মদ এলনেনি। ম্যাচ উইলশায়ার বলেন, গোল পেয়ে আমি এখন কিছুটা নির্ভার হয়েছি। তবে এই ম্যাচটি আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। কারণ আমরা আগেই গ্রুপের শীর্ষে ছিলাম। এই ম্যাচটি নিজেকে সঠিক মানসিকতায় ফিরিয়ে আনতে সাহায্য করেছে। ম্যাচটি তাই আমরা দারুণভাবে উপভোগ করেছি। পরের রাউন্ডে উঠতে পেরে আমরা খুশি। আমরা সবাই নিজ নিজ সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে কোচের মাথাব্যথাও অনেক কমিয়ে দিতে পেরেছি। এদিকে আই গ্রুপ থেকে শীর্ষ পয়েন্টধারী সালজবার্গের সঙ্গে গোল শূন্য ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে অলিম্পিক মার্শেই। এই নিয়ে টানা দুই আসরে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো ফ্রান্সের লীগ ওয়ানের ক্লাব। ই’ গ্রুপ থেকে আটলান্টা ১-০ গোলে লিওকে হারিয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব।
×