ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক লাফে দুইয়ে কোহলি ॥ টেইলরের ওপর চোখ

প্রকাশিত: ০৪:২৬, ৯ ডিসেম্বর ২০১৭

এক লাফে দুইয়ে কোহলি ॥ টেইলরের ওপর চোখ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে দুটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ফলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক। টেইলরের ওপর চোখ স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিল্টনে বাংলাদেশ সময় আজ ভোর চারটায় শুরু হয়েছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়েলিংটনের প্রথম ম্যাচে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে আছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ঘরের মাটিতে কিউইরা সবসময়ই ভয়ঙ্কর। যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তো বটেই, দুর্ধর্ষ প্রতিবেশী অস্ট্রেলিয়াও খুব একটা সুবিধা করতে পারেনি। সেখানে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের অবস্থা অনুমেয়। ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর কঠিন মিশনে সফরকারীরা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে। স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ তিনি। ম্যাচে বিশেষ দৃষ্টি থাকবে রস টেইলরের ওপর। টেস্টে আর একটি সেঞ্চুরি হলেই গ্রেট মার্টিন ক্রো ও সতীর্থ উইলিয়ামসনের সঙ্গে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে (১৭টি) ভাগ বসাবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
×