ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসি নয়, ভবিষ্যতের সেরা নেইমার

প্রকাশিত: ০৪:২৫, ৯ ডিসেম্বর ২০১৭

মেসি নয়, ভবিষ্যতের সেরা নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আরেকবার হারিয়ে সেরা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সি আর সেভেন এবার বার্সিলোনার আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন ব্যালন ডি’অরে। বৃহস্পতিবার রাতে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে পঞ্চমবার ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। এরপর সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মেসি নয়, এই পুরস্কার যাবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের শোকেসে। ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারে জমকালো অনুষ্ঠানে পুরস্কার জয়ী হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণা করে ফরাসী ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকদের ভোটে সবাইকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন সি আর সেভেন। গত অক্টোবরে মেসিকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’ জেতেন রোনাল্ডো। দারুণ অর্জনের পর ভবিষ্যতেও ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মেসির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার আশা রোনাল্ডোর। তবে কোন একদিন নেইমারও পুরস্কারটি জিতবে বলে ধারণা তার। প্রতিক্রিয়া জানাতে গিয়ে পর্তুগাল অধিনায়ক বলেন, এই পর্যায়ে আরও অনেক বছর খেলার আশা করি আমি। মেসির সঙ্গে দ্বৈরথ প্রসঙ্গে বলেন, আমি এটা নিয়ে খুব একটা ভাবি না। হয়তো অবচেতন মনে ভাবনা কাজ করে। আমার অনুপ্রেরণা আমি নিজেই, নিজেকে ছাড়িয়ে যেতে নিজের সঙ্গেই লড়াই করি। আমি সবসময়ই জিততে চাই, সেরা হতে হলে আপনাকে জিততেই হবে। লা লিগায় ফর্মটা ভাল যাচ্ছে না। যদিও ইউরোপীয় প্রতিযোগিতায় নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। গ্রুপপর্বের ছয় ম্যাচেই গোল করা এই পর্তুগীজ অবশ্য মনে করছেন এখনও অনেক কিছুই দেয়ার বাকি তার। বলেন, এখনও খেলাটা উপভোগ করছি। হয়তো কিছুদিন পরই আগ্রহে ভাটা পড়বে। আমি চাই না সেটা এখনই আসুক। আমি শারীরিকভাবে ফিট আছি, দেখা যাক ভবিষ্যত আমার জন্য কি রেখেছে। ভবিষ্যতে কে সেরা হতে পারে তা নিয়েও কথা বলেন রিয়াল তারকা। এ প্রসঙ্গে আসে নেইমারের কথাও। রোনাল্ডো বলেন, নেইমারের অনেক প্রতিভা ও সম্ভাবনা আছে। আমি নিশ্চিত ভবিষ্যতে এই পুরস্কার জয়ের সুযোগ পাবে সে। সেক্ষেত্রে মেসিকেও ছাড়িয়ে যেতে পারে। তবে সি আর সেভেনের পুরস্কারের ক্ষুধা যে মেটেনি সেটা তার কথাতেই স্পষ্ট। রিয়ালে খুব ভাল আছেন বলেও জানিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তিনি বলেন, আমি সাতটি ব্যালন ডি’অর পুরস্কার চাই। চাই সাত সন্তান। রিয়াল মাদ্রিদে আমি সুখে আছি। আমি এখানেই থাকতে চাই। সম্ভব হলে রিয়াল মাদ্রিদেই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই। সেরা হতে যে রোনাল্ডো মুখিয়ে থাকেন সেটা তার কথাতেই স্পষ্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একবার এই পুরস্কার জিততে চেয়েছিলাম, জানতাম সেটা কঠিন হবে। একবার জেতার পর ভাবলাম, আমি তো আরও জিততে পারি। সাক্ষাতকারে বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়েও অনেক কথা বলেন রোনাল্ডো। ছেলের মধ্যে নিজের ছায়াও দেখতে পাচ্ছেন। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, আমি তার (ক্রিশ্চিয়ানো জুনিয়র) মাঝে নিজেকে দেখতে পাই। সে আমার ছেলে, এ জন্য নয়। সে বলেছে সে আমার চেয়েও ভাল ফুটবলার হবে। ব্যালন ডি’অর জিতবে এবং পাঁচটিই জিতবে। পাঁচবার করে ব্যালন ডি’অর ও ফিফা সেরা হওয়ার পর প্রশংসার স্রোতে ভেসে চলেছেন রোনাল্ডো। শত্রু-মিত্র সবাই পঞ্চমুখ। এমনই একজন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কার্লোস। সাবেক তারকা এই রাইটব্যাক বলেন, রোনাল্ডো আরও পাবে। সামনে আরও শিরোপা আসছে। আরও অনেক পুরস্কার জিতবে সে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল ও ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো। নামের সঙ্গে মিল থাকা পর্তুগীজ তারকার প্রশংসা করে বড় রোনাল্ডো বলেন, এই পুরস্কার তার প্রাপ্য। তার সঙ্গে উদযাপন করতেই আমরা এখানে।
×