ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ শীর্ষে ওঠার সুযোগ আবাহনীর তবে...

প্রকাশিত: ০৪:২৫, ৯ ডিসেম্বর ২০১৭

আজ শীর্ষে ওঠার সুযোগ আবাহনীর তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ মোট খেলা হবে ২২ রাউন্ডের। ইতোমধ্যেই শেষ ১৫ রাউন্ডের খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে এবার কোন্ দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেটা জানা যাবে আর বাকি সাত রাউন্ডের মধ্যেই। তবে ১২ দলের সবাই তো আর শিরোপাটা নিজের করে নিতে পারবে না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন কে হবে, সেটা অবশ্য এখনই বলা মুশকিল। তবে পয়েন্ট টেবিলের দিকে চোখ বোলালে মোটামুটি আন্দাজ করা যাবে, মূলত চারটি দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে লীগ-শিরোপা। এই চারটি দলের একটি হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশ যুগে তারাই সবচেয়ে বেশি লীগ শিরোপা জিতেছে, ১৬ বার। এই শিরোপার মধ্যে আছে পেশাদার লীগের ৫টি শিরোপাও। এটাও সবার চেয়ে বেশি। তাছাড়া সর্বশেষ গত লীগের চ্যাম্পিয়ন দলও তারাই। ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী আজ তাদের ষষ্ঠদশ রাউন্ডের খেলা খেলতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে নামছে। বিকেল সাড়ে ৪টায় তাদের মুখোমুখি হবে ২০১২-১৩ মৌসুম লীগের শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। ১৫ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও ২ হারে ৩৩ পয়েন্ট সংগ্রহ করেছে আবাহনী। পয়েন্ট টেবিলে তারা আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে ফরাশগঞ্জ এবং দ্বিতীয় লেগে সাইফের কাছে হারার পর এখন পর্যন্ত টানা তিন ম্যাচে জয় কুড়িয়ে নিয়েছে তারা। আবাহনীর ওপরে আছে শেখ জামাল ধানম-ি (৩৪) এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেড (৩৬)। আজ যদি আবাহনী রাসেলকে হারাতে পারে তাহলে তাদের সুযোগ আছে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। তবে এখানে একটা সমীকরণ আছে। জিতলে আবাহনীর পয়েন্ট সমান হয়ে যাবে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। কিন্তু এক নম্বরে যেতে হলে ঢাকা আবাহনীকে গোল গড়ে পেছনে ফেলতে হবে চট্টলা বাহিনীকে। চট্টগ্রামের গোল পার্থক্য +১৯ (স্বপক্ষ গোল ২৪, বিপক্ষ গোল ৪)। আর ঢাকার গোল পার্থক্য +১৩ (স্বপক্ষ গোল ২৪, বিপক্ষ গোল ১১)। এজন্য আজকের খেলায় ঢাকা আবাহনীর সাত গোলের ব্যবধানে জিততে হবে শেখ রাসেলের বিরুদ্ধে। ব্যাপারটা বেশ কঠিনই বটে। প্রথম লেগেও রাসেলকে ২-০ গোলে হারিয়েছিল আবাহনী। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। তবে আবাহনীর গোল স্কোরিংয়ের মূল ভরসা আরেকজন। নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন অনুহা। এ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৫টি গোল করেছেন তিনি। আবাহনী এখন ভুগছে কোচ সঙ্কটে। ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ চুক্তির মেয়াদ নবায়ন না করে বাংলাদেশ ছেড়েছেন। অন্য একটি দেশের লীগের দলের কোচ হিসেবে যোগও দিয়ে ফেলেছেন। ফলে মামিচের জায়গায় এখনও অন্য কোন কোচ আনতে না পারাটা আবাহনীর জন্য সমস্যাই বটে। এদিকে ১৫ ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ৫ হারে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল। সর্বশেষ টানা তিন ম্যাচ ধরে তারা জয়ের মুখ দেখেনি। হেরেছ ২টিতে আর ড্র করেছে ১টিতে। আজ তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ। সেই সঙ্গে প্রথম লেগে হারের বদলা নেয়ারও মওকা। তবে সাম্প্রতিক দলীয় পারফর্মেন্স আশাপ্রদ নয় বলে আজকের ম্যাচে তারা আদৌ জিতবে কি না সে নিয়ে ফুটবলমোদীদের সংশয় থেকেই যাচ্ছে। দলের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ জুলফিকার (৩ গোল)। একই ভেন্যুতে সন্ধ্যা পৌনে ৭টায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে টিম বিজেএমসির। প্রথম লেগে বিজেএমসি ৩-০ গোলে পরাভূত করেছিল ফরাশগঞ্জকে। ১৫ ম্যাচে ৪ জয়, ৪ ড্র ও ৭ হারে ১৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ‘সোনালী আঁশের দল’ খ্যাত বিজেএমসি। পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন (পাকিস্তান আমলে ৩ বার, বাংলাদেশ আমলে ২ বার) এই দলটির গোল করার ক্ষেত্রে মূল ভরসা এলিটা কিংসলে ওশিওখা। নাইজিরিয়ান এই ফরোয়ার্ডের গোলসংখ্যা ৬, যা চলতি লীগে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ। পক্ষান্তরে সবচেয়ে শোচনীয় অবস্থায় আছে ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ। ১৫ খেলায় ১ জয়, ৪ ড্র ও ১০ হারে মাত্র ৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে (১২ দলের মধ্যে দ্বাদশ)। তাদের যা পারফর্মেন্স তাতে করে এই লীগে তাদের অবনমিত হবার সম্ভাবনা উজ্জ্বল!
×