ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জগন্নাথ হল স্বর্ণপদক পেলেন ১২ শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:১৬, ৯ ডিসেম্বর ২০১৭

জগন্নাথ হল স্বর্ণপদক পেলেন ১২ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৫ সালের স্নাতক সম্মান ও মাস্টার্স ফাইনাল পরীক্ষায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হল স্বর্ণপদক পেলেন হলের ১২ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় হলের অক্টোবর স্মৃতি ভবন টিভি কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সম্মানিত অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জগন্নাথ হল ‘স্বর্ণপদক কমিটি ২০১৫’-এর আহ্বায়ক তাপস কুমার বিশ্বাস।
×