ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক শিশুদেরপ্রতিবন্ধী বলাউচিত নয় ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৪:১৫, ৯ ডিসেম্বর ২০১৭

বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক শিশুদেরপ্রতিবন্ধী বলাউচিত নয় ॥ ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক শিশুদের প্রতিবন্ধী বলা উচিত নয়। এসব শিশুরা কারও বোঝা নয়;বরং সমাজের ও দেশের সম্পদ। তাদের অনেকক্ষেত্রে প্রতিভা রয়েছে। সঠিক পরিচর্যা ও সুন্দর পরিবেশ পেলে তারাও নিজেদেরকে প্রতিভাবান হিসেবে তুলে ধরতে পারে। সেজন্য পরিবার ও সমাজকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদেরকে পরিবার ও সমাজে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। শুক্রবার ২৬তম বিশ্ব প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোকিত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে আলোকিত শিশু (চিকিৎসাভিত্তিক স্কুল) ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ অটিজমে আক্রান্ত শিশুদেরকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব শিশুদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করছেন। আলোকিত শিশুর সভাপতি অধ্যাপক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. আশরাফি আহমদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু স্নায়ু বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, আলোকিত শিশুর নির্বাহী পরিচালক মোঃ জহিরউদ্দিন আকন্দ প্রমুখ।
×