ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এআইইউবি সিএস ফেস্ট ২০১৭ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:২৭, ৯ ডিসেম্বর ২০১৭

এআইইউবি সিএস ফেস্ট ২০১৭ অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের নির্দেশনায় এআইইউবি কম্পিউটার ক্লাব (এসিসি) ‘সিএস ফেস্ট ২০১৭’ নামে তিন দিনব্যাপী এক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট (শিক্ষার্থী বিষয়ক) নাদিয়া আনোয়ার সকাল ১০টায় এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ চার্লস সি ভিলানুয়েভা, প্রফেসর ডঃ তোফাজ্জল হোসেন (ভাইস প্রেসিডেন্ট, একাডেমিক এ্যান্ড ডিন, এফএসআইটি), রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে বেসিসের প্রেসিডেন্ট মোস্তাফা জব্বারের উপস্থিতি অনুষ্ঠানস্থলে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেয়। বিজ্ঞপ্তি বাউয়েট ক্যাম্পাসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করা উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম শহীদউল্লাহ, পিএসসি (অব)। এছাড়া উক্ত দিবস উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও ক্ইুজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি।
×