ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় তিন জঙ্গী পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৩:২৬, ৯ ডিসেম্বর ২০১৭

বগুড়ায় তিন জঙ্গী পাঁচ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতারকৃত চার জঙ্গীদের মধ্যে তিন জনকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। নব্য জেএমবি’র উত্তরাঞ্চল সামরিক প্রধান বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টার ও অপর দুই জঙ্গী আলমগীর হোসেন আরিফ এবং আফজাল হোসেন পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। অপর জঙ্গী নব্য জেএমবি’র সুরা সদস্য শেরপুরের জোয়ানপুর কুটিবাড়ি জঙ্গী আস্তানা গ্রেনেড বিস্ফোরণে হত্যা ও বিস্ফোরক মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবনাবন্দী দেয়ায় তাকে জেল হাজতে পাঠান হয়েছে। গ্রেফতারকৃতরা রাজধানী ঢাকায় গিয়ে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। কিন্তু ঢাকা যাওয়ার আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। বাবুল মাস্টারসহ নব্য জেএমবি’র চার জঙ্গীকে বুধবার রাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সুরা সদস্য দেলোয়ার ওরফে মিস্ত্রি ওরফে মিজানুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। অন্য তিনজনকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ সূত্র জানায় রিামান্ডের আবেদন মঞ্জুর হওয়ার পর তিন জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে তারা তেমন মুখ খুলছে না। জঙ্গীরা মুখ না খোলায় রাজধানী ঢাকার কোথায় হামলার টার্গেট করা হয়েছিল তা এখনও জানতে পারেনি তদন্তকারীরা।
×