ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় জামায়াতের ৬ সদস্য আটক

প্রকাশিত: ০৩:২৪, ৯ ডিসেম্বর ২০১৭

আশুলিয়ায় জামায়াতের ৬ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ ডিসেম্বর ॥ নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে আশুলিয়ায় গোপনে দলীয় বৈঠক করার সময় জামায়েতের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নতুন সদস্য হওয়ার ফরম ও লিফলেট উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে পলাশবাড়ির বটতলায় হাজী মতিনের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে নতুন সদস্য বাড়ানো ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির বৈঠকের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আশুলিয়ার কাশিপুর এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে এখলাস উদ্দিন, নোয়াখালীর চাটখিল থানার ধর্মপুর মহল্লার মনসুর আহমেদের ছেলে সামসুল ইসলাম, নওগাঁর পল্লীতলা থানার লালপুর গ্রামের আবদুল হালিমের ছেলে তসলিম আহমেদ, দিনাজপুরের পার্বতীপুর থানার শিববাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আবুল হাসেম, নাটোরের সিংড়া থানার বনভরাইল গ্রামের সামুল ইসলামের ছেলে ওমর ফারুক ও আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বাড়ি মালিক কুমিল্লার লাকসাম থানার বাউফোর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে আব্দুুল মতিন। পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, পলাশবাড়ীর একটি বাড়িতে মাঝে মধ্যে গোপনে চলাচলসহ মিটিং করে আসছিল কয়েক ব্যক্তি। সন্দেহ হলে বিষয়টি নিয়ে তাদের নজরদারি শুরু হয়। মাসখানেক এভাবে নজরদারির পর এদিন সকালে ৬ জন লোক ভেতরে যায় ও দীর্ঘ সময় পর বাড়ির গেট খুলতে বললেও তারা খুলছিল না। পরে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় গেট খুলে বৈঠক থেকে জামায়াতের ৬ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে এখলাস উদ্দিনের বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা রয়েছে। সে নিজেকে জামায়াতের রোকন হিসেবে পরিচয় দেয়।
×