ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে মহেশখালীতে নির্মাণ হচ্ছে ২শ’ ৫৭ বাড়ি

প্রকাশিত: ০৩:২৪, ৯ ডিসেম্বর ২০১৭

২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে মহেশখালীতে নির্মাণ হচ্ছে ২শ’ ৫৭ বাড়ি

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ৮ ডিসেম্বর ॥ প্রধাানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আশ্রয়াণ-২ প্রকল্পের ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় কক্সবাজারের উপকূলীয় দ্বীপ মহেশখালী উপজেলায় হতদরিদ্র ও দিনমজুরদের জন্য ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ২ শত ৫৭টি টিনসেড বাড়ির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই বাড়ি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। চলতি মাসের শেষের দিকেই ২ শত ৫৭টি বাড়ির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। নিজের একখ- জমির উপর সম্পূর্ণ সরকারী উদ্যোগে তৈরি করে দেয়া হচ্ছে এসব বাড়ি। মূলত গৃহহীন, অতিদরিদ্র ও ভিক্ষুকরাই পাবেন এসব সরকারী বাড়ি। মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব জানান, এই প্রকল্পের আওতায় মহেশখালী উপজেলায় পৌরসভাসহ ৭টি ইউনিয়নের মধ্যে পৌরসভায় ৪৯টি, বড় মহেশখালী ইউনিয়নে ২৪টি, কুতুবজোম ইউনিয়নে ৫৭টি, ছোট মহেশখালী ইউনয়নে ২০টি, কালারমারছড়া ইউনিয়নে ৩২টি, হোয়ানক ইউনয়নে ১৩টি, শাপলাপুর ইউনয়নে ২৬টি, মাতারবাড়ি ইউনিয়নে ৩৬টিসহ সর্বমোট ২’শত ৫৭টি বাড়ি নির্মাণ কাজ গত ১০ নবেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং তা চলতি মাসের শেষের দিকে এসব বাড়ি নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হবে বলে জানান তিনি। আগামীতে এই প্রকল্পের আওতায় আরও ৫শ’টি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। সম্প্রতি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল আলম সাকিবের নেতৃত্বে একটি দল এসব নির্মাণ কাজ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম সুষ্ঠু মানসম্মতভাবে বাড়িগুলো নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান। এ ব্যাপারে এমপি আলহাজ আশেক উল্লাহ রফিক জানান, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহেশখালী-কুতুবদিয়ায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এলাকার জনসাধারণের সার্বিক নাগরিক সুবিধার অংশ হিসেবে বাড়ি নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রীর একটি দান। আগামীতে দ্বীপাঞ্চলে এ রকম আরও বহু উন্নয়ন কাজ হবে বলে জানান তিনি।
×