ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাছ চাষ করে স্বাবলম্বী ময়না

প্রকাশিত: ০২:৩৪, ৯ ডিসেম্বর ২০১৭

মাছ চাষ করে স্বাবলম্বী ময়না

মৎস্য রানী ময়না। পুরো নাম মরিয়ম আক্তার ময়না। এলাকার মানুষের কাছে তিনি মৎস্য রানী পরিচিত। কারণ মাছ চাষ করে এখন তিনি স্বাবলম্বী। চলতি বছর প্রায় ৩ হাজার মাছ চাষীর মধ্যে সেরা মৎস্যচাষী নির্বাচিত হয়েছেন। স্বীকৃতিস্বরূপ উপজেলা মৎস্য অধিদফতর তাকে এ বছর সেরা মৎস্যচাষী ও সেরা নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করেছেন। মরিয়ম আক্তার ময়নার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পানিসারা ইউনিয়নের চাঁপাতলা গ্রামে। স্বামী ওলিয়ার রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের ভাইস ক্যাপ্টেন ছিলেন। ২০০৫ সালে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মৃত্যুবরণ করেন। তারপর ৩ ছেলে ১ মেয়েসহ সংসার নামক ঘানির জোয়াল কাঁধে ওঠে ময়নার। স্বামীর রেখে যাওয়া সহায়সম্পত্তি আর জলাশয়ে মাছ চাষের মধ্যে দিয়ে তিনি শুরু করেন সংসার তরীর মাঝির যাত্রা। গত একযুগে মাছ চাষে তিনি ব্যাপক সাফল্য ও লাভবান হয়েছে। সর্বশেষ এ বছর তিনি মনোসেক্স তেলাপিয়া চাষে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন। মৎস্য অধিদফতর ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের মনোসেক্স তেলাপিয়া চাষ আরডি প্রদর্শনী ২০১৭ দিয়েছিল। প্রদর্শনী জলাশয়ের আয়তন ৭০ শতক হলেও এর পাশাপাশি তিনি আরও ৩টি পুকুর যার আয়তন ২৯৭ শতক জলাশয়ে তিনি মাছ চাষ করছেন। প্রদর্শনী জলাশয়ে ১৫ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের রেণু ছাড়েন তিনি। সে সময় ওই রেণুর দাম ছিল ১৩ হাজার টাকা। প্রথম দিকে দিনে রাতে মোট ৪ বার খাবার দিতে হতো। পর্যায়ক্রমে তা এখন দিনে ২ বার দিতে হয়। প্রযুক্তি মতে ১২০ দিন অথাৎ ৪ মাস এই মাছ পালনের পর যে ওজন হওয়ার কথা তা ময়না আড়াই মাসে অর্থাৎ ৭৫ দিনে করেছেন। ময়নার প্রতিটি মনোসেক্স তেলাপিয়া মাছ ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজন হয়েছে। ময়না এ যাবত এসব মাছের যে খাদ্য খাওয়াছেন তার মূল্য ৭০ হাজার টাকা। বর্তমানে মাছের যে বাজার দর তাতে সে এই মাছ বিক্রি করতে পারবেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা। ময়না নিজ হাতে মাছের খাদ্য দেয়াসহ মাছের সকল পরিচর্যার কাজ করে থাকেন। তিনি তার এসব জলাশয়ে মনোসেক্স তেলাপিয়ার পাশাপাশি গ্লাসকার্প, রুই, কাতলা, মৃগেল, পাবদা, গলশা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষও করেছেন। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিকরগাছা মৎস্য অধিদফতর তাকে সেরা মৎস্যচাষী ও সেরা নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করেছেন। -সাজেদ রহমান, যশোর থেকে
×