ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে নিহত ২

প্রকাশিত: ০২:৩১, ৯ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নিউ মেক্সিকোর একটি স্কুলে বৃহস্পতিবার বন্দুকের গুলিতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়। এএফপি। পুলিশ জানায়, রাজ্যের আলবিকিউরেক থেকে ১৮০ মাইল উত্তর-পশ্চিমে নাভাজো উপজাতি এলাকার এ্যাজটেক শহরে এ্যাজটেক হাইস্কুল নামের একটি স্কুলে এঘটনা ঘটে। সানজুয়ান কাউন্টির শেরিফ এক সংবাদ সম্মেলনে জানান, স্কুলে গুলির ঘটনায় অনেক মানুষ আহত হওয়ার যে গুজব রটেছে তা সঠিক নয়। এ ঘটনার সঙ্গে জড়িত বা নিহতদের কারো পরিচয় প্রকাশ করেনি পুলিশ। গ্যারেট পার্কার নামে এ্যাজটেক হাইস্কুলের এক ছাত্র কোট নামে স্থানীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে জানায়, এ ঘটনা তাকে দারুণ অবাক করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এ ধরনের ঘটনা ঘটলেও এ্যাজটেকের মতো ছোট্ট শহরে এটি ঘটতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। ছাত্রটি আরও জানায়, গুলির ঘটনার সময় সে তার ইতিহাস ক্লাসে ছিল। প্রথমে গুলির আওয়াজটা শুনে তার মনে হয়েছিল শিক্ষার্থীরা তাদের লকার ভেঙ্গে ফেলেছে। কিন্তু এরপরই ওই শব্দ ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে সবাই নিশ্চিত হয় যে ক্লাসরুমের দরজার পাশ থেকে গুলির শব্দ আসছে। এসময় শ্রেণীশিক্ষক দরজার ছিটকিনি আটকে দেন এবং শিক্ষার্থীরা ক্লাসরুমের এক কোণায় আশ্রয় নেয়।
×