ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ-মার্কিন সম্পর্কে প্রধান বাধা ইউক্রেন ॥ টিলারসন

প্রকাশিত: ০২:৩০, ৯ ডিসেম্বর ২০১৭

রুশ-মার্কিন সম্পর্কে প্রধান বাধা ইউক্রেন ॥ টিলারসন

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ইউক্রেন সঙ্কট। ভিয়েনায় ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) মিনিস্টারিয়াল কাউন্সিলের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা বলেন। তাস। টিলারসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা রাশিয়ার সঙ্গে ভাল সম্পর্ক গড়তে চায়। এ লক্ষ্যে গত বছর উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনের ফাঁকে এ দুই নেতা কয়েকবার সাক্ষাত করেন। টিলারসন বলেন, সিরিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও এ দু’দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে ইউক্রেন সঙ্কট। ভিয়েনায় সংস্থার সদর দফতরে বৃহস্পতিবার ওএসসিইর সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।
×