ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি উত্তর কোরিয়া ॥ লাভরভ

প্রকাশিত: ০২:২৯, ৯ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি উত্তর কোরিয়া ॥ লাভরভ

নিজেদের পারমাণবিক কর্মসূচীর প্রেক্ষাপটে তৈরি অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত উত্তর কোরিয়া বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, আমি এই বার্তা যুক্তরাষ্ট্রে আমার সমমর্যাদার রেক্স টিলারসনের কাছে পৌঁছে দিয়েছি। বৃহস্পতিবার ভিয়েনায় শীর্ষ দুই কূটনীতিকের দেখা হয়েছিল। খবর গার্ডিয়ান অনলাইনের। তবে এ বিষয়ে টিলারসনের কাছ থেকে তাৎক্ষণিক কোন সাড়া পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, আলোচনা শুরুর আগে একটি ব্যাপকভিত্তিক চুক্তির অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র কর্মসূচী পরিত্যাগে দেশটিকে একনিষ্ঠ হতে হবে। একই দিন জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান জেফ্রে ফেল্টম্যানের কাছেও সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন লাভরভ। উত্তর কোরিয়া সফরের সময় ফেল্টম্যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোর সঙ্গে সাক্ষাত করেন। এটা ছিল গত ছয় বছরে জাতিসংঘের কোন কর্মকর্তার প্রথম উত্তর কোরিয়া সফর। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ফেল্টম্যান। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ওয়াশিংটনের কাছ থেকে কোন বার্তা নিয়ে উত্তর কোরিয়া সফরে যাননি।
×