ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর শোকেসে ব্যালন ডি’অর

প্রকাশিত: ০৮:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

রোনাল্ডোর শোকেসে ব্যালন ডি’অর

স্পোর্টস রিপোর্টার ॥ অনুমিতই ছিল বিষয়টি। ২০১৬-১৭ মৌসুমের ব্যালন ডি’অর জিততে চলেছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অবশেষে গুঞ্জন আর অনুমানই সত্যি হয়েছে। ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’র এ্যাওয়ার্ড জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারে জমকালো আয়োজনে রোনাল্ডোর হাতে তুলে দেয়া হয়েছে শ্রেষ্ঠত্বের ট্রফি। সি আর সেভেন ফ্রান্স ফুটবল সাময়িকীর এ এ্যাওয়ার্ড জিতেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে। ২০১৬-১৭ মৌসুমটা দুর্দান্ত কেটেছে রোনাল্ডোর। এ মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লীগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সি আর সেভেন। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মেসির ভা-ার শূন্যই বলতে হবে! বার্র্সিলোনার আর্জেন্টাইন তারকা জিতেছেন শুধু স্প্যানিশ কোপা ডেল রে। এসব কারণে এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে স্পষ্টভাবেই ফেবারিট ছিলেন রিয়াল তারকা। মাঝখানে শোনা গিয়েছিল মেসি জিততে চলেছেন গৌরবময় এ এ্যাওয়ার্ড। কিন্তু সেটা আর হয়নি, বাজিমাত করেছেন সবশেষ দুইবারের ফিফা সেরা তারকা রোনাল্ডোই। এ নিয়ে রিয়ালের ৩২ বছর বয়সী তারকা ব্যালন ডি’অর জিতলেন পাঁচবার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭ সাল)। অর্থাৎ মেসির অর্জনকে ছুঁয়ে ফেলেছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কও জিতেছেন পাঁচবার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সাল)। এর আগে ফিফা বর্ষসেরার পুরস্কারেও মেসিকে স্পর্শ করেছেন পর্তুগীজ তারকা। অর্থাৎ মেসি ও রোনাল্ডো দু’জনই ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন পাঁচবার করে। ১৯৫৬ সাল থেকে শুরু হয় ব্যালন ডি’অর। আর ফিফা বর্ষসেরার এ্যাওয়ার্ড চালু হয় ১৯৯১ সালে। এরপর ২০০৯ সাল পর্যন্ত দু’টি পুরস্কার আলাদাভাবে দেয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই দেখা যেত একই ব্যক্তির হাতে উঠছে দু’টি পুরস্কার। যে কারণে ২০১০ সাল থেকে এক চুক্তির মধ্য দিয়ে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা একীভূত করা হয়। সেই থেকে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছিল ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ও ফিফা। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে আবারও পুরস্কার দু’টি আলাদা হয়ে গেছে। সেই থেকে ভিন্নভাবে দেয়া হচ্ছে এ্যাওয়ার্ড। রোনাল্ডো আগেই জিতেছেন ফিফা সেরার পুরস্কার। এবার ব্যালন ডি’অর জিতে পূর্ণ করেছেন সাফল্যের ষোলোকলা।
×