ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশু চিকিৎসায় গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৭:৪০, ৮ ডিসেম্বর ২০১৭

পশু চিকিৎসায় গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভিএএসইউ) কর্তৃপক্ষকে সকল ক্ষেত্রে বিশেষ করে পশু চিকিৎসার ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এই আহ্বান জানান। খবর বাসস’র। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য ও পশুপালন খাতের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘দেশের পশু চিকিৎসা (ভেটেরিনারি) ও পশু বিজ্ঞানের (এ্যানিমেল সায়েন্স) উন্নয়ন নিশ্চিত করার জন্য টেকসই প্রযুক্তি জরুরী।’ এছাড়াও রাষ্ট্রপতি মাঠ পর্যায়ে সঠিকভাবে ওইসব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। সিভিএএসইউ’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাস চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদলও বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় আগামী মাসে অনুষ্ঠিতব্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতিকে সভাপতিত্ব করার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়।
×