ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হদিস মেলেনি সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের

প্রকাশিত: ০৭:৩৯, ৮ ডিসেম্বর ২০১৭

হদিস মেলেনি সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের

স্টাফ রিপোর্টার ॥ চারদিনেও হদিস মেলেনি সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের। জানা যায়নি নিখোঁজের প্রকৃত কারণ। মারুফ জামানের পবিবারের সদস্যরাও এ ব্যাপারে কথা বলছেন না। নিখোঁজের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ থাকার তথ্য মেলেনি। ব্যক্তিগত বা পারিবারিক বা সহায় সম্পত্তি সংক্রান্ত বিষয়াদির জের ধরে মারুফ জামান অপহৃত হয়েছেন নাকি নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত নয়। তার নিখোঁজ হওয়ার ঘটনাটি রীতিমতো রহস্যের জন্ম দিয়েছে। গত ৫ ডিসেম্বর নিখোঁজ মারুফ জামানের ছোট মেয়ে সামিহা জামান ধানম-ি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি সূত্রে জানা যায়, মারুফ জামানের বড় মেয়ে বেলজিয়ামে থাকেন। ছোট মেয়ে সামিহা জামান বেলজিয়াম যান। গত ৪ ডিসেম্বর সামিহা জামানের বেলজিয়াম থেকে দেশে ফেরার কথা। মেয়েকে আনতে ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারুফ জামান ধানম-ির ৯/এ নম্বর সড়কের ৮৯ (নতুন) নম্বর নিজ বাড়ি থেকে প্রাইভেটকার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। এরপর থেকেই তিনি নিখোঁজ। তার গাড়িটি গত ৫ ডিসেম্বর খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ঢাকার ৩শ’ ফিট এলাকার রাস্তা থেকে উদ্ধার করে। এ ব্যাপারে খোঁজ নিতে ধানম-ির ভাষাসৈনিক তোহা সড়কের ছয়তলা বাড়িতে গেলে মারুফ জামানের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জনকণ্ঠকে বলেন, নিখোঁজ মারুফ জামানের বিরুদ্ধে কোন থানায় কোন মামলা বা অভিযোগ থাকার তথ্য মেলেনি। মারুফ জামানের নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। মারুফ জামানকে অপহরণ করা হয়েছে নাকি তিনি কোন কারণে নিখোঁজ রয়েছেন তা স্পষ্ট নয়। ধানম-ি মডেল থানার ওসি আব্দুল লতিফ জনকণ্ঠকে জানান, স্বল্প সময়ের ব্যবধানে মারুফ জামানের পিতা, মাতা ও স্ত্রীর মৃত্যু হয়। এজন্য মারুফ জামান মানসিকভাবে খুবই বিপর্যস্ত। মারুফ জামানের পরিবারের সবার সঙ্গে কথা হয়েছে। তারা মারুফ জামানের নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেননি।
×