ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ০৭:৩৯, ৮ ডিসেম্বর ২০১৭

নতুন বছরের প্রথম  অধিবেশনে  রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব সফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রথা অনুযায়ী বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মূল ভাষণ এবং সংক্ষিপ্ত ভাষণের সমন্বয়ে ভাষণ দেবেন। আগামী বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি এই ভাষণ দেবেন। ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপসহ নয়টি বিষয় অধিক গুরুত্ব পাবে। অন্য বিষয়গুলোর মধ্যে থাকবে রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিভিন্ন সেক্টরে গৃহীত কর্মসূচী ও নির্দেশনার সফল বাস্তবায়ন, আইসিটি সেক্টরের উন্নয়নে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করে। মন্ত্রিসভা আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানায়। সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের (আইসিএইচ) তালিকায় স্থান পাওয়ার জন্যও মন্ত্রিসভা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। দক্ষিণ কোরিয়ার জেজুতে ৪ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় আইসিএইচ-এর ইন্টার-গবর্নমেন্টাল কমিটি ফর দ্য সেফগার্ডিং-এর ২০তম অধিবেশনে গত বুধবার এই স্বীকৃতি পাওয়া যায়।
×