ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

গ্রন্থাগার যখন সৌন্দর্যের আধার

প্রকাশিত: ০৬:৫১, ৮ ডিসেম্বর ২০১৭

গ্রন্থাগার যখন সৌন্দর্যের আধার

জর্জ পেবডি লাইব্রেরি-বাল্টিমোর, আমেরিকা নিওক্ল্যাসিক্যাল সৌন্দর্য নিয়ে এটি দাঁড়িয়ে আছে সগর্বে। এর নির্মাণ কাজ শেষ হয় ১৮৭৮ সালে। এ গ্রন্থাগারের যাত্রা শুরু হয় ৩,০০,০০০ পুস্তক নিয়ে। যার বেশিরভাগই ব্রিটিশ, আমেরিকান শিল্প ইতিহাস ও সাহিত্য সংক্রান্ত। সাদা-কালো মার্বেল দিয়ে তৈরি এর প্রত্যেকটি ফ্লোর। জর্জ পেবডি লাইব্রেরির পাঁচ স্তরের জানালা, লোহার কারুকাজ করা ব্যালকনি আর সোনালি কলাম মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা। গ্রন্থাগারের পাশাপাশি এটি আজ ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের জন্য অনেকের প্রথম পছন্দ। দ্য ন্যাশনাল লাইব্রেরি অব চায়না-বেজিং, চায়না এশিয়ার বৃহত্তম লাইব্রেরি এটি। তবে কেবল বইই এর মূল আকর্ষণ নয়। ভেতরে আছে চার স্তর বিশিষ্ট স্টাডি হল। প্রায় সারাক্ষণ পূর্ণ থাকে টেক স্যাভি স্কলারের ভিড়ে। নীরবতা বজায় রাখার নিয়মটি এখানে মানা হয় কঠোরভাবে। কেবল ল্যাপটপের কি-তে আঘাতের শব্দ ভাসে বাতাসে। ট্রিনিটি কলেজ লাইব্রেরি ডাবলিন, আয়ারল্যান্ড এখানে আপনার অনুভূতি হবে যেন বসে আছেন স্টার ওয়ারস্ এর সেটে। ৬৫ মিটারের হলটি যেন প্রতিনিধিত্ব করছে ২০০২ এর স্টার ওয়ারস্ এপিসোড ২ এর আর্কাইভের কথা। এখানে উল্লেখযোগ্য বইয়ের সংগ্রহে আছে ৮০০ এডি’র পুস্তক। বুক অব কেলস, ম্যানুস্ক্রিপ্ট অব দ্য ফার্স্ট ফোর গসপেলসহ অসংখ্য ঐতিহাসিক গ্রন্থে সমৃদ্ধ এ গ্রন্থাগার। রিয়েল গ্যাবিনেতি পর্তুগিজ দ্য লেতুরা, রিও ডি জেনিরো, ব্রাজিল সারা বিশ্বের পর্তুগিজ সাহিত্যের প্রকৃত সংগ্রহশালা গড়ে তোলার লক্ষ্যে এর যাত্রা শুরু। ইংরেজীতে একে বলা হয়, রয়্যাল পর্তুগিজ রিডিং রুম। সাধারণের জন্য যা খুলে দেয়া হয় পঞ্চাশ বছর আগে। বলা হয়, পর্তুগিজ সাহিত্যের সেরা সংগ্রহ রয়েছে এখানে। এর ক্যাথেড্রাল আকৃতির পাঠ কক্ষে সমবেত হন বহু বিদেশী ছাত্র। বাক্সের চূড়ায় কাঁচের গম্বুজ দেয় যথাযথ আলো। এটি এখন ব্রাজিলের অন্যতম দর্শনীয় স্থাপত্য। এর দু’দিকের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ব্রাজিলের ঐতিহ্য। সম্মুখ সজ্জার লাইমস্টোন আনা হয়েছে লিসবন থেকে। স্টুটগার্ট সিটি লাইব্রেরি, জার্মানি স্টুটগার্ট শহরে অচেনা যে কেউ খুব সহজেই খুঁজে পাবেন এই লাইব্রেরি। নয়তলা এই দালানটি দাঁড়িয়ে আছে সগর্বে। দিনের বেলায় মুক্তোর মত জ্বলছে দেখে মনে হবে যেন কাঁচের একটি রুবিক্স কিউব। আর রাতের বেলায় উদ্ভাসিত নীল আলোতে। বাইরের কোবাল্ট হিউ আর ভেতরে প্রিসটাইন সাদা। অভ্যন্তরীণ সজ্জায় আছে ভিন্নতা। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি, নিউইয়র্ক-আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম গ্রন্থাগার। ৯৩টি শাখায় বিস্তৃত। বিস্তৃতি ম্যানহাটন, ব্রনক্স আর স্ট্যাটেন আইল্যান্ড জুড়ে। ফিফথ এভিনিউস্থ মূল শাখাটি বিখ্যাত তার অসাধারণ সংগ্রহের জন্য। এর উঁচু ছাদ, বিশাল ঝাড়বাতি, জানালা আর কারুকাজ করা দেয়াল কেড়ে নেবে আপনার মন।
×