ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ টেনিস ফেডারেশনের পরিকল্পনা

প্রকাশিত: ০৬:২৬, ৮ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ টেনিস ফেডারেশনের পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে সদ্যসমাপ্ত আন্তর্জাতিক জুনিয়র অনুর্ধ-১৮ বছর এবং এশিয়ান অনুর্ধ-১৪ বছর সিরিজ টেনিস প্রতিযোগিতার মূল্যায়ন এবং ফেডারেশনের ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ এবং প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ আলম। সাধারণ সম্পাদক উল্লেখ করেন যে, টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় দুটি আন্তর্জাতিক জুনিয়র অ-১৮ বছর টেনিস প্রতিযোগিতা এবং দুটি এশিয়ান অ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা জাতীয় টেনিস কমপ্লেক্স, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্স এবং বিকেএসপি টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। ফান রান প্রোগ্রাম স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেমবাং শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং ১৮তম এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির যৌথ উদ্যোগে সদস্য দেশগুলোতে গেমসের প্রাক্কালে ‘ফান রান প্রোগ্রাম’ আয়োজিত হয়ে থাকে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় আগামী ১১ ডিসেম্বর ঢাকায় ফান রান প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য অলিম্পিক কাউন্সিল অব এশিয়া থেকে তিন প্রতিনিধি আজ শুক্রবার ঢাকায় আসবেন। ফান রান উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
×