ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস-হেলস

প্রকাশিত: ০৬:২৪, ৮ ডিসেম্বর ২০১৭

ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস-হেলস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই মর্যাদার এ্যাশেজে দুই টেস্ট শেষ হয়েছে। দুই টেস্টেই সফরকারী ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার বেন স্টোকস খেলতে পারেননি। তিনি এ্যাশেজের বাকি তিন টেস্ট খেলতে পারবেন কিনা সেটাও অনিশ্চিত। কারণ ব্রিস্টলের এক নৈশক্লাবের বাইরে মারামারির ঘটনায় জড়িয়ে একব্যক্তিতে আহত করার অভিযোগ। এখনও বিষয়টি পুলিশি তদন্তাধীন। তবে তদন্ত রিপোর্ট প্রকাশের আগেই জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী স্টোকস। স্টোকসের সঙ্গে ঘটনার সময় সঙ্গেই ছিলেন ওপেনার এ্যালেক্স হেলস। তবে তিনি অভিযোগের আওতামুক্ত। তাকেও ১৬ জনের ওয়ানডে দলে রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৪ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। সেখানে শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা স্টোকস এখনও নিশ্চিত নয় বিষয়টি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন অলরাউন্ডার স্টোকস। মারামারির ঘটনায় অভিযুক্ত হিসেবে পুলিশের তদন্তাধীন থাকার কারণে এবার এ্যাশেজের স্কোয়াডে থাকলেও অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। তবে নিউজিল্যান্ডের প্রাদেশিক দল ক্যান্টারবুরির হয়ে খেলছেন তিনি এই মুহূর্তে। যদি পুলিশের তদন্ত রিপোর্ট তার পক্ষে আসে হয়তো এ্যাশেজেও শেষ মুহূর্তে খেলার সুযোগ হতে পারে তার। কারণ এখন পর্যন্ত এ্যাশেজ স্কোয়াডেও নাম আছে তার। এ কারণেই তিনি ফিটনেস ধরে রাখা এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থেকে নিজের পারফর্মেন্সটা ঠিক রাখতে চাইছেন। এবার ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডেও জায়গা করে নিলেন তিনি। মারামারির ঘটনার সময় স্টোকসের সঙ্গে ছিলেন ওপেনার হেলস। তাকেও রেখেছেন ইসিবি নির্বাচকরা। এ বিষয়ে তারা এক বিবৃতিতে বলেছেন, ‘এ্যালেক্স হেলস ও বেন উভয়কেই রাখা হয়েছে। যদিও তাদের ব্রিস্টলের ঘটনায় সংশ্লিষ্টতার জন্য অভিযোগটি তদন্তের আওতায় আছে। আইনী এবং শৃঙ্খলা ভঙ্গের কোন শাস্তিও পেতে পারেন। তবে স্টোকস খেলা চালিয়ে যাচ্ছেন ক্যান্টারবুরির হয়ে। ওয়ানডে লীগে তিনি প্রথম ম্যাচে ওটাগোর বিরুদ্ধে শূন্য রানে ফিরে গেলেও দ্বিতীয় ম্যাচে অকল্যান্ডের বিরুদ্ধে ৪১ বলে ৩৪ রান করেছেন। গত মাসের শেষদিকে পুলিশ সরকারী আইনজীবীদের কাছে তাদের তদন্ত প্রতিবেদন পেশ করেছে। তবে এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়নি। হয়তো কয়েকদিনের মধ্যেই বিষয়টির একটা সমাধান আসতে পারে। ১৪ জানুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডে, ১৯ জানুয়ারি ব্রিসবেনে দ্বিতীয়, ২১ জানুয়ারি সিডনিতে তৃতীয়, ২৬ জানুয়ারি এ্যাডিলেডে চতুর্থ এবং ২৮ জানুয়ারি পার্থে পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড ওয়ানডে দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, জস বাটলার, টম কুরান, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
×