ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেন্টাল গেম খেলেননি ওয়েঙ্গার!

প্রকাশিত: ০৬:২৩, ৮ ডিসেম্বর ২০১৭

মেন্টাল গেম খেলেননি ওয়েঙ্গার!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেয় আর্সেনাল। কিন্তু নিজেদের মাঠ এ্যানফিল্ডে স্বাগতিক সমর্থকদের হতাশ করেছে গানাররা। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলের লজ্জাজনকভাবে হার মানে আর্সেন ওয়েঙ্গারের দল। তবে এই ম্যাচে বিস্ময়করভাবে খেলার সুযোগ পান আলেক্সান্দ্রে লাকাজেত্তি। কেননা ম্যাচের ২৪ ঘণ্টা আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না বলে খবর প্রকাশিত হয়। মূলত ইনজুরির কারণেই গুরুত্বপুর্ণ এই ম্যাচ মিস করছেন বলে জানান ক্লাবটির অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গার! কিন্তু তারপরও কেন রেড ডেভিলদের বিপক্ষে ম্যাচে খেলানো হয় তাকে? এ নিয়ে চরম সমালোচনার মুখে পড়েন আর্সেনালের ফরাসী কোচ। শুধু তাই নয়, ওয়েঙ্গারের খেলোয়াড়সুলভ আচরণ নিয়েও কড়া সমালোচনা করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো। কেউ কেউ আবার এটাকে ওয়েঙ্গারের মেন্টাল গেম বলেও অভিহিত করেছেন। তবে এ রকম কিছু করেননি বলে সাফ জানিয়ে দিয়েছেন ওয়েঙ্গার। বুধবার এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম সে খেলতে পারবে না। কিন্তু পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় যে সে খেলতে পারবে। তখন আমার কী করা উচিত? তাহলে কী তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া উচিত?’ আর্সেনালের কোচ ওয়েঙ্গার ঠিক এভাবেই সাংবাদিকদের পক্ষ থেকে আসা প্রশ্নের জবাব দেন। আর্সেন ওয়েঙ্গার এ সময় আরও বলেন, ‘আমি সবসময়ই সৎ। আমি সত্যিই ভেবেছিলাম সে খেলতে পারবে না। সে কারণেই তা বলেছিলাম আমি। শুক্রবার সকালেই তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপরই আমরা খেলতে যাই। তার খেলার ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম না কিন্তু সে খেলার জন্য সবধরনের চেষ্টাই করেছে এবং শেষ পর্যন্ত খেলতে সক্ষম হয়েছে। এটা তো ফুটবলেরই অংশ।’ ম্যাচ শেষ হওয়ার পরও আলেক্সান্দ্রে লাকাজেত্তিকে নিয়ে কেন এতো আলোচনা? এর কারণটাও অবশ্য সুস্পষ্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ৪৯ মিনিটে দারুণ এক গোল করে যে সফরকারীদের দুঃশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলেন এই ফরাসী স্ট্রাইকার। তবে জেসে লিনগার্ড ৬৩ মিনিটে গোল করলে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা। এই ম্যাচের ৭৪ মিনিটে লালকার্ড দেখেন পল পোগবা। যে কারণে পরের ১৬ মিনিট ১০ জনের দল নিয়েই লড়াই করে যায় জোশে মরিনহোর শিষ্যরা। আর্সেনালের বিপক্ষে এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম ১৫ ম্যাচ থেকে ১১ জয় আর সমান দুটি করে ড্র ও হারের সৌজন্যে তাদের দখলে ৩৫ পয়েন্ট। অন্যদিকে আর্সেনালের অবস্থান পাঁচে। সমান সংখ্যাক ম্যাচ খেললেও তাদের সংগ্রহে ২৮ পয়েন্ট। শীর্ষে যথারীতি ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের শুরু থেকেই উড়ছে তারা। পেপ গার্ডিওলার দল এখন পর্যন্ত কোন হার দেখেনি। লীগে ১৫ ম্যাচ খেলে তার ১৪টি থেকেই জয় তুলে নিয়েছে তার শিষ্যরা। বাকি ম্যাচে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে ৪৩ পয়েন্ট। অর্থাৎ দুইয়ে থাকা ইউনাইটেডের চেয়েও আট পয়েন্ট এগিয়ে রয়েছে সিটিজেনরা।
×