ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স এবং প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস মুখোমুখি

সেরা চারের টানটান উত্তেজনার লড়াই শুরু

প্রকাশিত: ০৬:২১, ৮ ডিসেম্বর ২০১৭

সেরা চারের টানটান উত্তেজনার লড়াই শুরু

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের লীগপর্ব শেষ হয়েছে বুধবার। একদিন বিরতি দিয়ে আজ সেরা চারের লড়াই শুরু হচ্ছে। সেরা চারে আজ দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচ ও সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটরে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস লড়াই করবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলবে। আর এলিমিনেটর ম্যাচে যে দল হারবে তারা বিদায় নেবে। কুমিল্লা ও ঢাকার মধ্যে যে কোন একটি দল আজই ফাইনালে উঠছে তা নিশ্চিত। খুলনা ও রংপুরের মধ্যকার একটি দল বিদায় নেবে, তাও নিশ্চিত। এরপর রবিবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ম্যাচটিতে প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটর ম্যাচে জেতা দলের মধ্যে লড়াই হবে। যে দলটি জিতবে তারাও ফাইনালে খেলবে। হারা দলের বিদায় ঘণ্টা বাজবে। ফাইনাল ম্যাচটি হবে ১২ ডিসেম্বর। বিপিএলের এবারের আসর শুরু হয়েছে ৪ নবেম্বর। শুরুতে সিলেটে খেলা হয়েছে। এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে থেকে বিপিএলের খেলা শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের প্রথম ৮টি ম্যাচ হয়েছে। এরপর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরের ১৬টি ম্যাচ হয়েছে। খেলা গেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামে ১০টি ম্যাচ হয়েছে। শেষে আবার ঢাকার মিরপুরে খেলা শুরু হয়েছে। ঢাকায় লীগপর্বের শেষ ৮টি ম্যাচ হয়েছে। তবে চট্টগ্রামেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্সের সেরা চারে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল। ঢাকায় শেষ ধাপে এসে আরও দুটি দলের সেরা চারে খেলা নিশ্চিত হয়েছে। সেই দুটি দল হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। লীগপর্বে ৪২টি ম্যাচ হয়েছে। তবে ৩৮টি ম্যাচ শেষ হতেই সেরা চার দল মিলে যায়। সাত দলের লীগ থেকে তিন দল সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের বিদায় ঘটে। এরপর পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করে দলগুলো। তাতে করে কুমিল্লা প্রথম, ঢাকা দ্বিতীয়, খুলনা তৃতীয় ও রংপুর চতুর্থ হয়। কুমিল্লা যে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকবে তা নিশ্চিত হয়ে যায় আগেই। মঙ্গলবার কুমিল্লাকে যখন খুলনা হারায় তখন রংপুর যে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকতে পারবে না তাও নিশ্চিত হয়ে যায়। বাকি থাকে শুধু ঢাকা না খুলনা হবে দ্বিতীয় সেই ফয়সালা হওয়া। বুধবার ঢাকা ও রংপুর ম্যাচের পর সেই ফয়াসালাও হয়ে যায়। রংপুরকে হারিয়ে ঢাকা দ্বিতীয় হয়। খুুলনার ১৫ পয়েন্ট থাকে। ঢাকারও সমান পয়েন্টই থাকে। কিন্তু লীগপর্বের ‘হেড টু হেড’ ও রানরেটে এগিয়ে থাকায় ঢাকাই সেরা দুইয়ে অবস্থান নেয়। তাতে সুবিধাও আছে। সবদলই পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকতে চেয়েছে। সেরা দুইয়ে থাকলে যে অন্তত এক ম্যাচ হারেই বিদায় হবে না। আরেকটি ম্যাচ খেলার সুযোগ মিলবে। সেটিতে জিতলে ফাইনালে খেলার নিশ্চয়তা মিলবে। আর একটি ম্যাচে জিতলেই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা হবে। সেরা দুইয়ে না থাকতে পারলে একটি ম্যাচ হারেই বিদায় ঘণ্টা বাজবে। ফাইনালে উঠতে হলে টানা দুই ম্যাচ জিততে হবে। সেরা দুইয়ে থাকলে কোয়ালিফায়ার খেলা যাবে। একটি ম্যাচ জিতলেই ফাইনালে খেলার টিকেট মিলবে। পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকলে ফাইনালে খেলতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। দুটি ম্যাচ জিতে ফাইনালে খেলতে হবে। তাই সবদলই শুরু থেকেই সেরা চারে খেলার যোগ্যতা অর্জনের সঙ্গে পয়েন্ট তালিকার সেরা দুইয়েও থাকতে চেয়েছে। সেই সৌভাগ্য কুমিল্লা ও ঢাকারই হয়েছে। সবদলই লীগপর্বে ১২টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। এক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়ে কুমিল্লা ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই প্রথম কোয়ালিফায়ারে খেলবে। কুমিল্লার প্রতিপক্ষ ঢাকা ৭ ম্যাচ জিতে, পরিত্যক্ত হওয়া একটি ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। খুলনাও ঢাকার সমান পয়েন্ট পেয়েছে। কিন্তু আছে তৃতীয় স্থানে। আর রংপুর ৬ ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। লীগপর্বে কুমিল্লার বিপক্ষে দুইবার মুখোমুখি হয় ঢাকা। দুইবারই হারে ঢাকা। এবার কী হবে? আসল মুহূর্তে গিয়ে না আবার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকাই বাজিমাত করে দেয়। আবারও না ফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। রংপুরের বিপক্ষে লীগপর্বে দুইবার খেলে খুলনা। হার-জিত সমানে সমান। দুইদলই একবার করে জিতেছে। আজ দুই দলের সামনেই কঠিন পরীক্ষা। লীগপর্বে হারলেও পরে সেই হারের জ্বালা অন্য দলকে হারিয়ে মেটানোর সুযোগ ছিল। কিন্তু এলিমিনেটরে হার মানেই বিদায় ঘণ্টা বাজবে। রংপুর না খুলনা হার মানে তাই এখন দেখার বিষয়। দিনটিতে অবশ্য আকর্ষণ কুড়াবে কুমিল্লা ও ঢাকার মধ্যকার ম্যাচটিই। ম্যাচটিতে যে দল জিতবে তারাই যে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে নেবে। দুইদলই বিপিএলের চ্যাম্পিয়ন দল। গত আসরে ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫ সালের আসরে তৃতীয় বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে জমজমাট একটি লড়াই আশা করা হচ্ছে।
×