ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সিদ্ধান্তে অবাক হননি জেরুজালেমের ফিলিস্তিনীরা

প্রকাশিত: ০৬:১২, ৮ ডিসেম্বর ২০১৭

ট্রাম্পের সিদ্ধান্তে অবাক হননি জেরুজালেমের ফিলিস্তিনীরা

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘটনায় জেরুজালেম শহরে কোন অস্বাভাবিক বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পূর্ব জেরুজালেমের রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্তে কেউ অবাক হয়নি। পরিস্থিতি ছিল আশ্চর্যরকম শান্ত এবং স্বাভাবিক। আলজাজিরা পূর্ব জেরুজালেমের কেন্দ্রস্থলে সালাহ আদনিন ও আজ-জাবার রাস্তায় দেখা গেছে সেখানকার ফিলিস্তিনীরা কিছুটা উদ্বিগ্ন হলেও বেশ স্বাভাবিকভাবেই চলছে তাদের ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজকর্ম। আল-জাজিরার সঙ্গে কথা বলার সময় জেরুজালেমের অধিবাসীদের অনেকেই বলেছেন, তাদের ধারণা, ট্রাম্পের এই বিতর্কিত পরিকল্পনায় তারা হেরে যাননি। তারা উপলব্ধি করেন, বিদেশী শক্তি বর্তমানে তাদের ভাগ্য ও ভবিষ্যত নির্ধারণ করছে। তবে কেউ কেউ বর্তমান পরিস্থিতির জন্য ফিলিস্তিনী কর্তৃপক্ষকে (পিএ) দায়ী করেছেন। সায়ের মিতাওয়ালি (৩০) নামে একজন চলচ্চিত্রের ছাত্র বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে আমি বিস্মিত নই। ফিলিস্তিনী কর্তৃপক্ষের কাছে জেরুজালেম মানে কী? তারা জেরুজালেমকে আর্থিক, সাংস্কৃতিক বা শিক্ষা কোন ক্ষেত্রেই সহায়তা করছে না। সমস্যা হচ্ছে (প্যালেস্টাইনি) রাজনীতিবিদদের অবহেলা, তারা মনে করে প্যালেস্টাইনের রাজধানী হচ্ছে রামাল্লা। ইয়াবুশ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক রানীয়া ইলিয়াস বলেন, সত্যি বলতে জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে কেউ আশ্চর্য হলেই বরং আমি অবাক হব। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনই ফিলিস্তিনী ও ইসরাইলের মধ্যে শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী ছিল না। যুক্তরাষ্ট্র সবসময়ই এ অঞ্চলে সঙ্ঘাত সৃষ্টিকারী একটা পক্ষ হিসেবেই কাজ করেছে। যারা যুক্তরাষ্টের কার্যকলাপের বিষয়ে অন্ধ ছিল, তাদের চোখে এখন দেশটির সত্যিকার অবস্থান পরিষ্কার হয়েছে। প্যালেস্টাইন নেতৃবৃন্দের উচিত, একতাবদ্ধ হয়ে ইসরাইল প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ মুহূর্তেই সকল লেনদেন ও আলোচনা বন্ধ করে দেয়া। আমাদের নিজেদের শক্তিশালী করার এখন একমাত্র উপায় হলো ইসরাইলের দখলদারিত্ব প্রতিহত করা। এ বিষয়ে সৌদি আরবের অবস্থান থেকে শুরু করে আরব বিশ্বের কাছ থেকে আর কোন কিছু পাওয়ার আমরা প্রত্যাশা করি না। এ সমস্যা সমাধানে আমাদের রাশিয়া এবং চীনের মতো দেশের সাহায্য নিতে হবে। ইমাদ মুনা (৫০) যিনি একটি বইয়ের দোকান ও ক্যাফের মালিক তার মতে, ট্রাম্প পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করতে পারে, এটি হতাশাজনক নয়। কিন্তু সে যদি পুরো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে তাহলে আমাদের মার্কিন প্রশাসনের সঙ্গে সমস্যা হবে। যুক্তরাষ্ট্র যদি পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার বিনিময়ে পূর্ব জেরুজালেমকে প্যালেস্টাইনের রাজধানী ঘোষণা করে তাহলে এটা হতে দেয়া উচিত। কিন্তু এছাড়া অন্য কিছু হলে এটি নতুন একটি সমস্যা হিসেবে আবির্ভূত হবে এবং আমি বিশ্বাস করি ফিলিস্তিনী পন্থায় এর জবাব দেয়া উচিত। হুসাম জোশে (২৪) থিয়েটারে কাজ করেন এমন একজন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর প্যালেস্টাইন ও ইসরাইলের বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত হতে পারে না।
×