ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নয়াদিল্লীতে ধোঁয়াশার প্রকোপ বেড়েই চলেছে

প্রকাশিত: ০৬:১১, ৮ ডিসেম্বর ২০১৭

নয়াদিল্লীতে ধোঁয়াশার প্রকোপ বেড়েই চলেছে

ভারতের নয়াদিল্লী ও অন্য বড় শহরগুলোতে নতুন করে বিষাক্ত কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ চরম পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ বুধবার বিষয়টিকে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বলে আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থা বলেছে, এ দূষণ শিশুদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করছে। খবর এএফপির। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, বিশ্বের ১ বছর বয়সের নিচের ১ কোটি ৭০ লাখ শিশুর মধ্যে ১ কোটি ৬০ লাখ শিশু এশিয়ায় মারাত্মক দূষণ এলাকাগুলোতে বাস করে। এ দূষণ নিরাপদ পর্যায়ের চেয়ে অন্তত ছয়গুণ বেশি। ইউনিসেফের এক রিপোর্টে বলা হয়, শিশুদের জন্য দূষণ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান সর্বোচ্চ এবং পরেই রয়েছে চীনের অবস্থান। বায়ু দূষণের সঙ্গে এর মধ্যেই যে সকল রোগের সম্পৃক্ততা রয়েছেÑ সেগুলো হচ্ছে শ্বাসকষ্ট, ব্রোঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসপ্রশ্বাসজনিত রোগ। রিপোর্টে বলা হয়, বাচনিক ও অবাচনিক আই কিউসহ মস্তিষ্কের কার্যকরণের সঙ্গে এ দূষণের ব্যাপক সম্পৃক্ততা দেখা যায় এবং এ দূষণ স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের টেস্ট স্কোর ও গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ হ্রাস করে দেয়। তাদের মধ্যে স্নায়ুসম্পৃক্ত আচরণ সমস্যাও দেখা দেয়। বিশ্বের শহরগুলোতে এ পর্যাপ্ত দূষণ হ্রাসের উদ্যোগ নেই বলে আগামী বছরগুলোতে আরও অনেকসংখ্যক শিশু স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। নগর দূষণে চরম সূক্ষ্ম বিষাক্ত কণিকাগুলো মস্তিষ্কে রক্তবাহী নালিগুলোকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে।
×