ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাঙালীর মনন ও মানসের আলোকবর্তিকা অধ্যাপক খান সারওয়ার মুরশিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। অধ্যাপক মুরশিদ ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক অনন্য প্রতিভা। ভাষা আন্দোলন, ছয়দফা ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রেরণা যুগিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক রক্তচক্ষুর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপন করে এ দেশে রবীন্দ্রচর্চার দ্বার উন্মোচন করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফার নীতি নির্ধারণে এবং বঙ্গবন্ধুর সকল গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দীর্ঘকালীন শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি ‘বাংলাদেশ স্টাডিজ’ নামে একটি ঐতিহাসিক গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও তিনি ছিলেন। এ উপলক্ষে আজ বেলা ১১টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমের পরিবারের সদস্যদের পক্ষ থেকে উক্ত কর্মসূচীগুলোতে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি।
×