ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিদেশী যাত্রী আটক

প্রকাশিত: ০৬:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

শাহজালালে বিদেশী যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ওষুধ ও ইনজেকশনসহ এক বিদেশী যাত্রীকে আটক করা হয়েছে। এদিকে খিলগাঁওয়ে ছিনতাইকারী সন্দেহে দুই যুবক গণপিটুনির শিকার হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ওষুধ ও ইনজেকশনসহ সজল বণিক নামে এক যাত্রীকে আটক করেছে। আটক যাত্রী ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার কলকাতা থেকে আসা যাত্রীর কাছ থেকে ওই ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির জানান, গোপন সংবাদ থাকায় কলকাতা থেকে আসা যাত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। দুই যুবককে গণধোলাই ॥ রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন। আহতরা হচ্ছেন কামরুল ইসলাম (২৮) ও মানিক মিয়া (২৬)। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খিলগাঁও থানার এসআই মোঃ জুয়েল মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে রডবোঝাই একটি ট্রাক ছিনতাই করার সময় এলাকাবাসী তাদের আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ জনতার কবল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
×