ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতনের মাত্রা বেড়েছে ॥ দাবি ফোরামের

প্রকাশিত: ০৬:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

নারী নির্যাতনের মাত্রা বেড়েছে ॥ দাবি ফোরামের

স্টাফ রিপোর্টার ॥ অতীতের তুলনায় বাংলাদেশে নারী নির্যাতনের মাত্রা বেড়েছে বলে দাবি করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। তাদের মতে, শহরাঞ্চলের নারী ও কন্যাশিশুরা সহিংসতার শিকার হচ্ছে বেশি। শহরের ৫৪ শতাংশের বেশি নারী সহিংসতার শিকার হচ্ছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তারা। দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বছরগুলোয় ব্র্যাক, একশনএইড, আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ মহিলা পরিষদসহ কয়েকটি বেসরকারী সংস্থা পরিচালিত জরিপ থেকে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়। বিভিন্ন জরিপ ও গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য সচিব মাহমুদা বেগম বলেন, ২০১৭ সালে আগের বছরের তুলনায় বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের পরিমাণ বেড়েছে। নগরে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতাবিষয়ক ‘কার শহর’ শীর্ষক একশনএইড পরিচালিত এক গবেষণার বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শহর এলাকায় ৫৪ শতাংশের বেশি নারী সহিংসতার শিকার হয়। বিভিন্ন দেশে আন্তর্জাতিক সংস্থাটির পরিচালিত ওই গবেষণা জরিপে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার হার উচ্চ দেখা গেছে জানিয়ে সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বলেন, গবেষণায় ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।
×