ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেরুজালেমকে রাজধানী ঘোষণার সিদ্ধান্তে ঢাকার উদ্বেগ

প্রকাশিত: ০৫:২৫, ৮ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে রাজধানী ঘোষণার সিদ্ধান্তে ঢাকার উদ্বেগ

কূটনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। জেরুজালেম নিয়ে জাতিসংঘের গৃহীত রেজুলেশনের পক্ষে থাকবে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আগে থেকেই অবস্থান নিয়েছে। সেই অবস্থানের প্রতি বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দুই রাষ্ট্র সমাধান’ নীতির প্রতিও অবিচল রয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, জেরুজালেমকে তিনি ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করতে পররাষ্ট্র দফতরকে নির্দেশ দিচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরাইল ও ফিলিস্তিনের জনগণও সংঘাতে জড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করল।
×