ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম

প্রকাশিত: ০৫:২৫, ৮ ডিসেম্বর ২০১৭

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম

স্টাফ রিপোর্টার ॥ সাগরে সৃষ্ট সুষ্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আরও জোরদার হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তারা জানায়, নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম কক্সবাজার, মোংলা পায়রা সমুদ্রবন্দর সমূহকে এক নম্বর দূরবতী সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে। তবে নিম্নচাপটি গতিবিধি পর্যবেক্ষণ করে অফিসের কর্মকর্তারা জানান, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা খুব কম।
×