ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনালে ঢাকা না কুমিল্লা, ফয়সালা আজ

প্রকাশিত: ০৫:১৭, ৮ ডিসেম্বর ২০১৭

ফাইনালে ঢাকা না কুমিল্লা, ফয়সালা আজ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হবে। ম্যাচটিতে যে দল জিতবে তারাই ফাইনালে খেলা নিশ্চিত করে নেবে। ঢাকা না কুমিল্লা, কোন দল আজ শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পাবে? সেই প্রশ্নই এখন চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। ফাইনাল হবে ১২ ডিসেম্বর, মঙ্গলবার। এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে জেতা দল, দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলবে। আজ যে দল ফাইনালে খেলা নিশ্চিত করবে সেই দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে জেতা দল শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে রবিবার। এ ম্যাচটিতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের হারা দল ও এলিমিনেটর ম্যাচের জেতা দল মুখোমুখি হবে। এলিমিনেটর ম্যাচটি আজই হবে। দুপুর ২টায় এই ম্যাচটি শুরু হবে। খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি হবে। যে দল হারবে তারা বিদায় নেবে। যে দল জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ও ঢাকার মধ্যকার যে দল হারবে সেই দল এলিমিনেটরে জেতা দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। বিপিএলের এবারের আসরের লীগপর্ব বুধবার শেষ হয়েছে। এর আগেই সেরা চারে কোন্ চারটি দল থাকবে তা নিশ্চিত হয়ে যায়। কুমিল্লা, ঢাকা, খুলনা ও রংপুরের সেরা চারে খেলা নিশ্চিত হয়। বাকি থাকে শুধু স্থান নির্ধারণ। প্রথম স্থানে কুমিল্লা থাকছে, তা আগেই নির্ধারণ হয়ে যায়। দ্বিতীয় হতে পারবে না রংপুর, তৃতীয় অথবা চতুর্থ হবে; তাও নির্ধারণ হয়। বাকি থাকে দ্বিতীয় স্থান নির্ধারণ। এ নিয়েই ছিল যত আলোচনা। ঢাকা না খুলনা হবে দ্বিতীয় তার অপেক্ষায় থাকে। বুধবার রংপুরকে হারিয়ে ঢাকা হয় দ্বিতীয়। খুলনা তৃতীয় ও রংপুর হয় চতুর্থ। তাতে করে কুমিল্লার সঙ্গে ঢাকাও কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুবিধা পায়। খুলনা ও রংপুরকে এলিমিনেটর ম্যাচ খেলতে হবে। বিপিএলের নিয়ম অনুযায়ী যে দুটি দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে তারা প্রথম কোয়ালিফায়ারে খেলবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল এলিমিনেটর ম্যাচ খেলবে। এরপর প্রথম কোয়ালিফায়ারে হারা ও এলিমিনেটরে জেতা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। প্রথম কোয়ালিফায়ারে জেতা দল ফাইনালে উঠে যাবে। এলিমিনেটরে হারা দল বিদায় নেবে। আজ একদল ফাইনালে উঠবে। আরেকদল বিদায় নেবে। তা নিশ্চিত। ফাইনালে কুমিল্লা না ঢাকা উঠবে, সেদিকেই সবার দৃষ্টি থাকছে।
×