ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাছুরের ৭ পা

প্রকাশিত: ০৫:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

বাছুরের ৭ পা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ ডিসেম্বর ॥ বুধবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম তিলাবাদুরি গ্রামে ‘সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। ওই গ্রামের নয়ন কুমারের বাড়িতে অদ্ভুত এই বাছুরটি জন্ম নেয়। ‘সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা বাছুরটি এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে। বাছুরটির পিঠের ওপরে আলাদাভাবে আরও তিনটি পা বের হয়েছে। বর্তমানে বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে এবং হেঁটে বেড়াতে দেখা গেছে। সাত দিনব্যাপী বইমেলা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘আলো ছড়াতে-আঁধার তাড়াতে বই পড়ি পাঠাগার গড়ি’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার হতে সাত দিনব্যাপী নীলফামারী বইমেলা-২০১৭ হতে শুরু হতে যাচ্ছে বড় মাঠে। মেলা উদ্ধোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বইমেলা উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই মেলাকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় জেলা প্রশাসকের অফিসে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহীনুর আলম, জাতীয় গ্রন্থকেন্দ্রের দুজন সহকারী পরিচালক ফরিদ উদ্দিন সরকার ও গোলাম নবী হাওলাদার।
×