ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিরোজপুর মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৫:০৫, ৮ ডিসেম্বর ২০১৭

পিরোজপুর মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৭ ডিসেম্বর ॥ আজ ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস। ৭১’সালের এই দিনে পাক-হানাদারদের কবল থেকে পিরোজপুর জেলা স্বাধীনতা লাভ করে। এই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তিযুদ্ধকালীন ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডর মেজর (অবঃ) জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বীরের বেশে প্রথমে শহরে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে তিন দিক থেকে হানাদার বাহিনীর ওপরে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধারা। পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করবে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচী পালন করবে। কুমিল্লা নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। এদিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক এ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিজয় উৎসবের আনন্দ র‌্যালি ও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করা হয়েছে। নড়াইল নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, আজ ৮ ডিসেম্বর লোহাগড়া পাক-হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী সেনাবাহিনীকে পরাজিত করে লোহাগড়াকে হানাদার মুক্ত করে। জয় বাংলা, জয় বাংলা, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা জনপদ। সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা পত্ পত্ করে উড়তে থাকে। যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধার সংখ্যায় লোহাগড়া উপজেলা দেশের দ্বিতীয় হলেও স্বাধীনতার ৪৬ বছরেও লোহাগড়ায় নির্মিত হয়নি কোনও স্মৃতিস্তম্ভ। চিহিৃত হয়নি লোহাগড়ার ইতনা গ্রামের ৩৯ জন শহীদের কবরও। মুক্ত দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচীর আয়োজন করেছে।
×