ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৪৫, ৮ ডিসেম্বর ২০১৭

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ যৌতুকের দাবিতে লক্ষ্মীরানী দাস (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামীসহ পরিবারের সদস্যরা। বুধবার রাতে তালা উপজেলার তেরছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মীরানী দাস ওই গ্রামের বিপুল চন্দ্র দাসের স্ত্রী ও কেশবপুর উপজেলার অসীম কুমার দাসের মেয়ে। নিহত লক্ষ্মীরানী দাসের দাদু গৌর চাদ বসু জানান, লক্ষীরানীর স্বামী বিপুল যৌতুকের দাবিতে প্রায় তার নাতনীকে নির্যাতন করত।বুধবার রাতে বিপুল, তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা লক্ষ্মীরানী দাসকে বেঁধে পিটিয়ে হত্যা করে প্রচার দেয় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। লোকমুখে খবর পেয়ে রাত ১২টার দিকে তারা বিপুলের বাড়িতে যেয়ে লক্ষ্মীরানীকে বারান্দায় শুইয়ে রাখা অবস্থায় দেখতে পায়। তার শরীরের হাটু, গলা, মাথা, নাকসহ বিভিন্ন অংশে পিটিয়ে থ্যাতলানো, রক্ত জমা অবস্থায় পাওয়া যায়। পুলিশ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, কাঁঠালিয়ায় সুলতা রানী হাওলাদার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার দাবি করেছে যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। বুধবার রাতে উপজেলার বিনাপানি বাজার এলাকায় শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পরিবার জানায়, বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বিমল চন্দ্র হালদারের মেয়ে সুলতা রানী হাওলাদারের সঙ্গে এক বছর পূর্বে বিয়ে হয় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি গ্রামের পরেশ চন্দ্র বালির ছেলে শিপন বালির। শিপন বেকার থাকায় বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের কাছে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। বুধবার রাতে শিপন তার শাশুড়ির কাছে মোবাইল ফোনে যৌতুকের দাবিকৃত টাকার জন্য চাপ দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায়ে স্বামী শিপন শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পরে মুখে বিষ ঢেলে দিয়ে আতœহত্যার প্রচার চালায়। তবে নিহতের শ্বশুর জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আতœহত্যা করে তার ছেলের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের একদিন পর আলু ক্ষেত থেকে রমজান আলী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামে নির্জন এক আলু ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে রমজান আলী বুধবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়েছিল। সীতাকু- নিজস্ব সংবাদদাতা সীতাকু- থেকে জানান, চট্টগ্রামের সীতাকু-ে অজ্ঞাত এক বৃদ্বের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সীতাকু- পৌরসদর চন্দ্রনাথধাম পাহাড়ী ছড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে।
×