ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারী হাসপাতালে কার্ডিওলজি ওয়ার্ডে তালা দুই বছর

প্রকাশিত: ০৪:৪৫, ৮ ডিসেম্বর ২০১৭

নীলফামারী হাসপাতালে কার্ডিওলজি ওয়ার্ডে তালা দুই বছর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আধুনিক সদর জেলা হাসপাতালের কার্ডিওলজি ওয়ার্ডটি দুই বছর ধরে বন্ধ। ফলে জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয় হৃদরোগীদের। উল্লেখ্য, ২০১৫ সালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিশেষ উদ্যোগে হৃদরাগের চিকিৎসার জন্য ওই ওয়ার্ডটি স্থাপন করা হয়েছিল। ফলে হৃদরোগের চিকিৎসার আধুনিক যন্ত্রপাতির কোনও ঘাটতি নেই। তবে প্রশিক্ষিত জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কার্ডিওলজি ওয়ার্ডটি চালু করা সম্ভব হচ্ছে না। এতে হৃদরোগে আক্রান্ত রোগী জরুরী বিভাগে এলে দ্রুত ওই রোগীকে স্থানান্তরিত করতে হয় রংপুরে। অপরদিকে সদর আধুনিক হাসপাতালের অবকাঠামোগত সমস্যা রয়েছে । ১৯৮৭ সালের দিকে ১০০ শয্যার জন্য তৈরি হয়েছিল হাসপাতালটির অবকাঠামো। বর্তমানে ধারণক্ষমতার তিন থেকে চার গুণ রোগীর চাপ লেগে আছে। ফলে ওয়ার্ডের ও বারান্দার মেঝেতে জায়গা করে নিতে হয় রোগীকে। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ কুমার রায় বলেন, নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ১২ শিশুর পরিচর্যার প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি আছে।
×