ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াতের ১২ নারী কর্মী আটক

প্রকাশিত: ০৪:৪৩, ৮ ডিসেম্বর ২০১৭

জামায়াতের ১২ নারী কর্মী আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোপন বৈঠক করার সময় জিহাদি বইপত্রসহ জামায়াতের ১২ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিহারের বেলঘরিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলি জানায়, বেলঘরিয়া এলাকার মীর হোসেনের বাড়িতে কিছুসংখ্যক নারী গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িতে সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এ সময় জামায়াত ইসলামীর মহানগর শাখার ১২ নারী কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমীর গোলাম আজম ও নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীসহ তাদের সংগঠনের বিভিন্ন লেখকের জিহাদি বইপত্র ও লিফলেট জব্দ করা হয়। নীলফামারীতে ৩৩ বসতঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুইটি বিষ্ণু মন্দিরসহ ৯ পরিবারের ৩৩ বসতঘর, চারটি ছাগল ও শতাধিক হাঁসমুরগি ভস্মীভূত হয়েছে। বুধবার রাত দশটার দিকে ঘটনাটি ঘটে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খলিশা পঁচা গ্রামে। স্থানীয়রা জানান, সেখানকার গণেশ চন্দ্র মোহন্তের ঘরের কুপি থেকে অগ্নিকা-ের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে গণেশ ছাড়াও নলনী কান্ত রায়, গলিমন মোহন্ত, রমেশ মোহন্ত, কৃষ্ণ মোহন্ত, নবকান্ত মোহন্ত, হরেন মোহন্ত, ধীরেন মোহন্ত ও তেল্লি বালার ১৮টি বসতঘর ও ৯টি রান্নাঘরসহ ৩৩ বসতঘর, দুইটি বিষ্ণু মন্দির, প্রতিমা, আসবাবপত্র এবং টাকা ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স’র নীলফামারী স্টেশন অফিসার এনামুল হক প্রামাণিক জানান, খবর পেয়ে উত্তরা ইপিজেডসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
×