ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:৪২, ৮ ডিসেম্বর ২০১৭

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ ডিসেম্বর ॥ সাভারে বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে প্রভাবশালীদের দেয়া গ্যাস লাইনের সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাভার সদর ইউনিয়নের ১নং কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ বিচ্ছিন্নকরণ অভিযান চলে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ শেখ রাসেল-এর নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়। পুলিশ প্রশাসনের সহায়তায় সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের ৪০ সদস্যের একটি দল অংশ নেয়। জানা গেছে, কয়েক মাস আগে সাভারের কলমা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ৪০/৫০ হাজার টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাঁও এলাকার রাজু আহমেদ। বৃহস্পতিবার সকালে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় ২৫শ’ পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে ৬টি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় বহুসংখ্যক নিম্নমানের পাইপ উদ্ধার করা হয়।
×