ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে সেনা মোতায়েন দাবি বিএনপির

প্রকাশিত: ০৪:৩৩, ৮ ডিসেম্বর ২০১৭

রংপুরে সেনা মোতায়েন দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। রিজভী বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) বিরোধী দলের প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এখনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ করতে পারেনি ইসি। নির্বাচনী মাঠে প্রচারে সকল প্রার্থীর সমান সুযোগ তৈরি হয়নি। ক্ষমতাসীন দলের প্রভাবে ভোটাররা এখনও ভয়ভীতির মধ্যেই রয়েছেন। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রিজভী বলেন, ক্ষমতাসীন দলের লোকেরা ভোটারদের যেভাবে ভয়ভীতি দেখাচ্ছে তাতে করে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে নির্বাচন কমিশনকে বলতে চাই ক্ষমতাসীন দলের প্রার্থীদের পেছনের দরজা দিয়ে বিজয়ী করতে কারচুপির চেষ্টা করলে জনগণ উপযুক্ত জবাব দেবে। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের উর্ধতন ব্যক্তিদের মানসিকতা স্বাধীন না হলে কমিশনের আইনী স্বাধীনতা কোন কাজে আসে না। ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে রংপুর সিটি কর্পোরেশনের ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৩৩টিই ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী বারবার আচরণ বিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন দলের লোকেরা গোটা এলাকায় ভয়ভীতি ছড়াচ্ছে। আর ক্ষমতাসীন দলের প্রভাবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীকে যেভাবে হয়রানি করা হচ্ছে তাও নজিরবিহীন। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিয়ে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। বিএনপিকে ধ্বংস করা যাবে না-ফারুক ॥ হামলা-মামলা, দমন-পীড়ন ও নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ‘জাতীয়তাবাদী চালক সংগ্রাম পরিষদ’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফারুক বলেন, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। তবে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হোক তা বিএনপি চায় না। সংবিধান বলে যদি আবার ৫ জানুয়ারির মতো নির্বাচন করা হয় তাহলে দেশের ১৬ কোটি মানুষ সেটা মেনে নেবে না। আয়োজক সংগঠনের সভাপতি এম এইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোঃ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
×