ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক সমাজের জন্য গণজাগরণ প্রয়োজন ॥ ইনু

প্রকাশিত: ০৪:২৯, ৮ ডিসেম্বর ২০১৭

অসাম্প্রদায়িক সমাজের জন্য গণজাগরণ প্রয়োজন ॥ ইনু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গী সন্ত্রাসীদের কর্মকান্ডে এখনও দেশে অসাম্প্রদায়িক সমাজ তৈরি হয়ে ওঠেনি। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন অসাম্প্রদায়িক সমাজ নির্মাণ। অসাম্প্রদায়িক সমাজ তৈরি না হলে বাংলাদেশ পঁচাত্তরের ন্যায় আবার হোঁচট খাবে। এ জন্য বিশ্ববিদ্যালয়েই হতে পারে অসাম্প্রদায়িকতার একটি গণজাগরণ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘নারী ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অধিকার সমর্থন’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) যৌথভানে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ইউএনডিপির টেকনিক্যাল কর্মকর্তা শর্মিলা রসুল, মাইনরিটি এক্সপার্ট শংকর পাল, জেন্ডার এক্সপার্ট বিথিকা হাসান, চলচ্চিত্র নির্মাতা হায়দার রিজভী প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে এখনও নারীর অধিকার ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলতে হয়। এর পেছনে কারণ হলো দীর্ঘদিন ধরে চলে আসা পুরুষতান্ত্রিক মনোভাব। বাংলাদেশ আজও পঁচাত্তরের ন্যায় হোঁচটের মুখে। তাই আইন দিয়ে বৈষম্য কমিয়ে আনতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাংবিধানিকভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে আনার জন্য রাষ্ট্রীয় ভূমিকা আমরা পালন করব। তিনি বলেন, পুরুষতান্ত্রিকতার জন্য নারীদের ছোট করে দেখা হয়। দীর্ঘদিনের সংস্কৃতির কারণে এমনটা হয়ে থাকে। তাই আমাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করতে না পারলে সার্বিক উন্নয়নটা হবে না। অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, সমাজের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার দিয়ে মূল সমাজের সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে দেশে সার্বিক উন্নয়ন হবে। সমাজের কোন একটি অংশকে বাদ দিয়ে আমরা সার্বিক উন্নয়ন আশা করতে পারি না। তাই সরকারকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় শান্তি চুক্তি বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী, নারী অগ্রযাত্রায় বাধা নিয়ে শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়েছে। এছাড়া একই বিষয় নিয়ে কার্টুন, ফটোগ্রাফিরও আয়োজন করা হয়।
×