ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি মেলায় জাতীয় রাজস্ব বোর্ড

প্রকাশিত: ০৪:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

প্রযুক্তি মেলায় জাতীয় রাজস্ব বোর্ড

রাজস্ব সংগ্রহর কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডিজিটাল প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে রাজস্ব নেটওয়ার্ক ও করসেবা বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে। পাশাপাশি করদাতাদের সব ধরনের তথ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় যোগ দিয়েছে এনবিআর। প্রযুক্তির মাধ্যমে রাজস্ব সেবা প্রদানের জন্য এনবিআর অংশ নিয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ দিনব্যাপী (৬-৯ ডিসেম্বর) এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় এনবিআর কীভাবে প্রযুক্তি ব্যবহার করে এনবিআর এগিয়ে যাচ্ছে, রাজস্ব আহরণ এবং করদাতাদের করে যেসব উন্নয়ন হচ্ছে তা তুলে ধরা হচ্ছে। মেলায় আগতরা এনবিআর আইভাস এর মাধ্যমে ভ্যাট রেজিস্ট্রেশন, নতুন ই-টিন নম্বর প্রদান এবং অনলাইনে রিটার্ন দাখিলের পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×