ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

’৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হবে

যশোরে এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:০৫, ৮ ডিসেম্বর ২০১৭

যশোরে এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ করবান্ধব পরিবেশ ও কর আহরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। মঙ্গলবার সকাল ১০টায় যশোরের একটি হোটেলে কাস্টমসের উদ্যোগে নন ট্যারিফ ব্যারিয়ার্স ও রুলস অব অরজিন বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায়ের সঙ্গে সঙ্গে আমাদের বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণ করতে হবে। কাস্টমসকে এমনভাবে কাজ করতে হবে যাতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হয়। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, আমাদের আগামীতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বকে মোকাবেলা করতে হবে। আমাদের অনেক যুব কর্মকর্তা রয়েছেন যাদের নেতৃত্বে ৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হবে। কর্মশালায় কাস্টমসের যশোরের কমিশনার শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সিওপি, ইউএসএই, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রমুখ।
×