ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ধান উঠলেও কমছে না চালের দাম

প্রকাশিত: ০৪:০৪, ৮ ডিসেম্বর ২০১৭

নতুন ধান উঠলেও কমছে না চালের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ধান উঠলে স্বস্তি ফিরবে চালের বাজারে; এমন প্রত্যাশা ছিল ভোক্তাদের। কিন্তু বাজারে নতুন ধান উঠলেও দাম কমেনি; বরং বেড়েছে। প্রায় সব রকমের চালে কেজিতে বেড়েছে ১ থেকে ২ টাকা। চালকল মালিকদের দাবি, ধানের দাম বেশি হওয়ায় চালের দাম কমছে না। চালের বাজার নিয়ে দিশেহারা ক্রেতারা। কুষ্টিয়ায় নতুন ধান বাজারে আসতে শুরু করলেও এখনও ঊর্ধ্বমুখী চালের বাজার। নতুন ধান বাজারে উঠলে কমতে পারে চালের দাম এমনটাই আশা ছিল সবার। কিন্তু অধরাই থেকে গেছে সে আশা। চালের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নেয়া হলেও তা কোন কাজেই আসছে না। খুচরা ব্যবসায়ীরা বলছেন, চালের দাম কমার পরিবর্তে বরং কেজিতে বেড়েছে ২ টাকা করে। অবশ্য মিল মালিকরা বলছেন, খুচরা বাজারে চালের দাম বাড়লেও মোকামগুলোতে অপরিবর্তিত রয়েছে চালের দাম। তাই বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের কথা বলছেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং হচ্ছে। চালের দাম কমে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের।
×