ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে ৩ কোম্পানির

প্রকাশিত: ০৪:০২, ৮ ডিসেম্বর ২০১৭

অকারণে দর বাড়ছে ৩ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর কারণ ছাড়াই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এই সচেতনতামূলক তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি ৩টি হলো- ফার্মা এইড, ইমাম বাটন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি)। সাম্প্রতিক সময়ে এ কোম্পানি তিনটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। ডিএসই এর কারণ জানতে কোম্পানি তিনটিকে আলাদাভাবে নোটিস পাঠায়। ডিএসইর নোটিসের জবাবে কোম্পানি তিনটি পৃথকভাবে জানিয়েছে তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। গত ১৮ দিনে ফার্মা এইডসের শেয়ার দর ১২২.৫ টাকা বা ৪৩ শতাংশ, ইমাম বাটনের শেয়ার দর ৬ দিনে ৭ টাকা বা ২২ শতাংশ এবং বিএটিবিসির শেয়ার দর ৮ দিনে ২২২ টাকা বা ৩ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বিডি ওয়েল্ডিংয়ের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডসের (বিডি ওয়েল্ডিং) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৭) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১.৮৯ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×