ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপি সুযোগ পেলেই নাশকতা করে ॥ হানিফ

প্রকাশিত: ০৯:০৩, ৭ ডিসেম্বর ২০১৭

বিএনপি সুযোগ পেলেই নাশকতা করে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি সন্ত্রাসী কর্মকা- করলে এর ফল তাদের জন্য ভাল হবে না। বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করে প্রমাণ করেছে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা নেই। তারা সুযোগ পেলেই নাশকতা করে। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় কালচারাল রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তার কোন ব্যত্যয় হবে না। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কারণ তারা গত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, দেশের জনগণের ওপর বিএনপির কোন আস্থা নেই বলেই তারা সন্ত্রাস ও নাশকতার পথ বেছে নেয়। কিন্তু আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তাতে আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা রয়েছে। দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে। হানিফ বলেন, দেশের জনগণ বিএনপি-জামায়াতের যে কোন সন্ত্রাস মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
×