ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে তল্লাশি চালিয়ে ৪০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৮:৪৩, ৭ ডিসেম্বর ২০১৭

ডিবি পরিচয়ে তল্লাশি চালিয়ে ৪০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর উত্তরায় ব্যাংক থেকে উত্তোলিত ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকৃত টাকাগুলো ছিল টোকিও মোড লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের। বুধবার দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া জানান, টোকিও মোড প্রতিষ্ঠানের ক্যাশিয়ার সাইদ মাহমুদ আল ফিরোজ উত্তরা ১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ঢাকা ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করেন। ব্যাগে ভরে মাইক্রোবাসে করে প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িটি যানজটে আটকা পড়ে। এ সময় চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির জন্য গাড়িতে ওঠে। ক্যাশিয়ারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। চালক রবিউলকে পিস্তল ঠেকিয়ে গাড়িটি কুড়িল ফ্লাইওভারের নিচে নেয়ে। তারপর টাকা নিয়ে দ্রুত অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায়।
×