ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এম আকৃতির মুলা

প্রকাশিত: ০৭:১৯, ৭ ডিসেম্বর ২০১৭

এম আকৃতির মুলা

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৬ ডিসেম্বর ॥ জেলার পানছড়ি বাজারে দেখা মিলল অস্বাভাবিক আকৃতির মূলা। যা দেখতে অনেকটা বসার আসন ও ইংরেজী ‘এম’-এর মতো প্রায়। বুধবারে সবজি বাজারে এই মুলাটি এক নজর দেখতে জমে উঠে দর্শনার্থীর উপচেপড়া ভিড়। শতাধিক লোক এই মুলা একবার নিজ হাতে ছুঁয়ে দেখে। পানছড়ি ইউপির দমদম গ্রামের আবদুল হাফেজ সকালে নিজ জমি থেকে মুলাটি তোলেন। তার ধারণা ছিল বাজারে নিয়ে আসলে এটা বিক্রি হয়ে যাবে কিন্তু বাজারে আসার পর দর্শনার্থী দেখে সে নিজেও অবাক। খুলনায় স্বাস্থ্যমেলা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার সকাল থেকে নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক চত্ব¡রে শুরু হয়েছে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা। প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান। খুলনার সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, স্বাস্থ্য বিভাগের উপসচিব আবু মমতাজ সাদ উদ্দিন এবং খুলনা স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ আবুল ফজল। মেলায় বিভিন্ন সরকারী ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ৩৫টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
×