ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জবিতে কোটায় ভর্তি ॥ ১৫ ডিসেম্বর

প্রকাশিত: ০৭:১৯, ৭ ডিসেম্বর ২০১৭

জবিতে কোটায় ভর্তি ॥ ১৫ ডিসেম্বর

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বি ও ই ইউনিটের অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণীতে কোটায় আবেদনকারীদের সাক্ষাতকার আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাক্ষাতকারটি সকাল ১০টায় কলা অনুষদের ডিন কার্যালয়ে নেয়া হবে। কোটায় আবেদনকারীদের কোটার সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ/প্রশংসাপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধার সন্তানদের মনোনয়নের পর আসন শূন্য থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা ভর্তিযোগ্য বলে বিবেচিত হবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দুই কিশোরী নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর নেত্রকোনা ৬ ডিসেম্বর ॥ উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আবুল জাহেরের কন্যা রিনা বেগম(১৫), আবু তালেকের কন্যা সেলিনা খাতুন(১৫) দুজনের একই সময়ে মঙ্গলবার বিকাল ৫টায় বিবাহ হওয়ার কথা ছিল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার পুলিশের সহায়তায় বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামে বিকাল ৩টায় হাজির হন এবং বিবাহ দুটো বাল্য বিবাহ হচ্ছে বলে চ্যালেঞ্জ করে পরিবারের লোকজনকে নিয়ে তাৎক্ষনিক ইউনিয়ন পরিষদে এসে রেজিষ্টারে দেখেন। মেয়ের অভিভাবকরা ভূয়া জন্মনিবন্ধন তৈরী করে একাজ করতে বসছিলেন।
×